up(ultra pixel) camera
হবে… শুনে মনে হচ্ছে UltraPixel ই ভালো হবে, না? কেন? ‘Ultra’ ‘Mega’ এর চেয়ে ভালো তাই? তাইলে জেনে রাখেন যে UltraPixel হচ্ছে HTC-র একটা নিজের বানানো মার্কেটিং শব্দ ধরতে গেলে 4MP মানেই 4UP, কিন্তু আসলেই কি তাই? একই হলে নিশ্চয় HTC UltraPixel নামে একটি শব্দ বানাতো না! তাইলে চলুন দেখি UltraPixel মানে আসলে কি? HTC -এর নতুন ফোনের ক্যামেরা 4-Megapixel বললেই মানুষ মুখ ভেংচাবে কারণ এখন যেকোন আবুল তাবুল মোবাইলেও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা থাকে! আসলে এত মেগাপিক্সেল ওত মেগাপিক্সেল বললেই মানুষ ভাবে বেশি মেগাপিক্সেলওয়ালা মোবাইলটাই ভালো ছবি উঠবে। তো এর সমাধান কি? সমাধান হল নতুন এক অর্থহীন শব্দ ব্যবহার করে মানুষকে কনফিউজড করে দেয়া, যেমনঃ Ultrapixel! HTC বলতে চায় UltraPixel camera হচ্ছে একটি এডভান্স ইমেজিং টেকনোলজি যার সাহায্যে আপনি খুব সুন্দর ছবি তুলতে পারবেন, এমনকি কম আলোতেও! Ultrapixel ক্যামেরা ImageSense টেকনোলজি দিয়ে তৈরি যাতে আছে: UltraPixel Sensor: তুলনামূলকভাবে বড় পিক্সেলগুলো 13 megapixel camera র চেয়ে ৩০০% বেশি আলো ধারণ করতে পারে। HTC ImageChip: Continuous autofocus, color shading,...