এক নজরে এন্ড্রয়েড পাই এর ফিচার সমূহ :😎 নতুন এই ভার্সনের ফিচার গুলি আগের চেয়ে অনেক চমকপ্রদ । ★"আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ": এই সংস্করণে যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা তাঁদের প্রয়োজনীয় কাজ করতে পারবেন। ★"অ্যাডাপটিভ ব্যাটারি ও অ্যাডাপটিভ ব্রাইটনেস" : নতুন সংস্করণে অ্যাডাপটিভ ব্যাটারি ও অ্যাডাপটিভ ব্রাইটনেস ফিচার যুক্ত হয়েছে। এটি বিভিন্ন অ্যাপের ব্যাটারি ব্যবহারের বিষয় ও ফোনের ব্রাইটনেস সেটিংস সমন্বয় করতে পারে। ★"নেভিগেশন সিস্টেম": অ্যাপেলের মত নেভিগেশন সিস্টেমও নতুন এই ভার্সন এ থাকছে এবং এতে করে ওপরের দিকে স্লাইড করে বিভিন্ন অ্যাপ চালানো যাবে। ★"সময় নিয়ন্ত্রন": স্মার্ট ফোনে অযথা সময় নষ্ট করার অভিযোগ আমাদের কম বেশি সবারই। এই অভিযোগকে তুড়ি মেরে উড়িয়ে দেবার জন্য ডিজিটাল ওয়েলবিং নামের একটা ড্যাশবোর্ড আপনাকে বলে দিবে আপনি ফোনে কতটুকু সময় কাটাচ্ছেন এবং আপনি আপনার ব্যাবহারের সময়সীমাও নির্ধারণ করে দিতে পারবেন। ★"নোটিফিকেশন প্যানেল" : এন্ড্রয়েড পাই এর নোটিফিকেশন প্যানেলের...
পোস্টগুলি
নভেম্বর ২, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে