cstom and stock room
Custom Rom বা রম কি ? custom rom এর সুবিধা ও অসুবিধা কি কি ? মোবাইল Operating System হিসাবে Android এর প্রতিদ্বন্দ্বী নেই। তাই Android ফোন Root , Unroot , Flash, Stock Room Install , Frameware Update করার প্রয়োজনে কিছু সংঙ্গার সাথে পরিচিতি হওয়া দরকার। আমার এ সম্পর্কে জানার জ্ঞান খুবই সীমিত , তাই টিউনে ভুল থাকবেই, আশা করি ভুল গুলো Google থেকে ক্লিয়ার করে নিবেন। Rom , Custom Rom বা Rom কি , কি কাজে লাগে বা কিভাবে ব্যবহার করতে হয় এই সম্পকেই বলতে চাচ্ছি আজকের বিষয়ে। শুধু না জানা নতুন ভাইদের জন্য আর যারা জানেন তার শুধু পরামর্শ দিতে পারবেন। কেমন। চলুন জানিঃ 1 ] - Rom কি ? 2 ] - Stock Rom কি ? 3 ] - Custom Rom কি ? 4 ] - Custom rom এর সুবিধা। 5 ] - custom rom এর অসুবিধা। বিস্তারিত আলোচনাঃ - 1 ] - Rom কি : Rom শব্দটির পূর্ণ অর্থ হচ্ছে Read Only Memory ( ROM ) . প্রকৃতপক্ষে Rom হচ্ছে একধরনের Storage। এই Storage থেকে Data নেওয়া যায় , তবে কোন Data Write বা লেখা যায় না। Android ডিভাইসের জন্য যখন রম ( Rom ) শব্দটি ব্যবহৃত হয় , তখন সেটা দিয়ে ডিভাইসটির OS ( Operating System ) কে বোঝ...