Android version 6 facilities( of root)
iqbal. এনড্রয়েড যেভাবে মানুষ কে মাতাচ্ছে তাতে উইনডোজ ব্যবহার কারি কমে যাবে। এনড্রয়েড এটাই জানিয়েছে। তারা প্রতি নিয়ত তাদের ওস কে আপডেট করছে। আর এই আপ-ডেট ভার্সন গুলো তে থাকছে নানা রকম সুবিদা। যা আমাদের এন ড্রয়েড ব্যবহার করতে সাহায্য করে। এক কথায় বলা যায় ইউজার ফ্রেন্ডলি। এন্ড্রয়েড এর প্রথম ভার্সন আমি ২.১ ব্যবহার করেছি। তাতে অনেক রকম অসুবিদা ছিল। আর ছিল অনেক রকম বাগ। যদিও রুট করে ঠিক করে নেওয়া যায় তার পর সবার তো আর এমন টা ভালো লাগে না। এর পর আসলো আইসক্রিম সেন্ডুইজ এর পর জেলিবিন তারপর ললিপপ। অনেকে হয়তো এখন ললি পপ ব্যবহার করছেন। ললি পপ এর পর Marshmallow ৬.০ তার পর তারা যে আর কি বের করবে বলা মুশকিল। তবে এটা বলা যায় যে এন ড্রয়েড খুব তারা তারি তাদের ভার্সন আপডেট করছে আর গ্রাহক এর চাহিদা মেটাচ্ছে। রুট নিয়ে একটি কথা বলা যায় সেটি হলো আপনি রম পোর্ট অথবা xda সাইট থেকে রুট করে নিতে পারবেন এই ভার্সন তই। তো আসুন জেনে নেই কি কি থাকছে এন্ড্রয়েড এর এই ভার্সন টিতে। ডাউনলোড করে নি marshmallow lancer. উইন্ডোজ থিম সাপোর্ট। আর সেটিং থেকে সুরু করে ফুল marshmallow এর মত সুযোগ পাবেন। ফিচারঃ...