পোস্টগুলি

ডিসেম্বর ১, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Android ব্যব্যাহিত কিছু শব্দ

অ্যান্ড্রয়েড ও এর উপর ভিত্তি করে তৈরি বিভিন্ন ডিভাইস নিয়ে আলোচনা, টিউটোরিয়াল, খবর ইত্যাদি লেখার সময় প্রায়ই বিভিন্ন টেকনিক্যাল টার্মস বা শব্দ ব্যবহার করার প্রয়োজন হয়। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি বাংলায় লেখার জন্য। কিন্তু আমরা মনে করি, কিছু কিছু শব্দ ইংরেজিতেই ব্যবহৃত হওয়া উচিৎ। যেমন স্টক রমকে যদি আমরা মজুত রম বলি, তাহলে যারা স্টক রম বোঝেন তারাও প্রথমে দ্বিধান্বিত হয়ে যাবেন। আর যারা জানেন না, তারা একে মজুত রম বলেই জানবেন। বিষয়টা খুব একটা প্রীতিকর না। তাই আমরা টেকনিক্যাল বিষয়গুলো অনুবাদ না করার চেষ্টা করি। আর কোনো পাঠকের যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, তাদের সাহায্যের জন্য আমরা তৈরি করেছি এই গ্লোসারি যেখানে বিভিন্ন শব্দের সহজ অর্থ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা পাওয়া যাবে। আশা করছি গ্লোসারিটি আপনাদের কাজে লাগবে। আমরা প্রতিনিয়ত এটি আপডেট করার চেষ্টা করছি। যদি আপনার চোখে এমন কোনো শব্দ পড়ে যা এখনো আমাদের গ্লোসারিতে নেই, তাহলে তা আমাদের জানান। আমরা যত দ্রুত সম্ভব তা যোগ করে নেব। বিশেষ দ্রষ্টব্যঃ অনেক ওয়েবসাইট মালিক ও ব্লগাররা হয়তো এখান থেকে পুরো পৃষ্ঠাটি কপি করে তাদের পেজে অথব...