পোস্টগুলি

নভেম্বর ২৫, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Android device manager কাজ

দেশজুড়ে প্রতিনিয়ত বাড়ছে স্মার্টফোন ইউজারের সংখ্যা। স্মার্টফোনের ব্যবহার যেমন বেড়েছে ঠিক তেমনি বেড়েছে স্মার্টফোন চোরের সংখ্যাও। আপনার স্মার্টফোনটি নিশ্চয়ই আপনার কাছে অনেক প্রিয় এবং মূল্যবান। কিন্তু যখন আপনার স্মার্টফোনটি আপনি হারিয়ে ফেলেন বা চুরি হয়ে যায় তখন আপনার সমস্যা বা কষ্টের অন্ত থাকে না। কিন্তু আপনার ডিভাইসে যদি অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার সার্ভিসটি চালু করা থাকে তাহলে আপনি আপনার হারানো ডিভাইসটি লক করে বা ডাটা মুছে দিয়ে ডিভাইসের ডাটা চোরের হাতে পড়া থেকে রক্ষা করতে পারেন। চলুন দেখি কিভাবে- device manager Device Manager দিয়ে আপনি যা যা করতে পারবেন- Ring- আপনার ডিভাইসটি পাঁচ মিনিটের জন্য ফুল ভলিউম এ রিং হবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ডিভাইস যদি সাইলেন্ট করা থাকে তাহলে কি হবে?? এই প্রশ্নের উত্তর হল ডিভাইস সাইলেন্ট অথবা ভাইব্রেশনে দেয়া থাকলেও রিং হবে। Lock- আপনার ইচ্ছেমত একটি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি ডিভাইসটি লক করতে পারবেন। Erase- এই অপশনের সাহায্যে আপনি আপনার ডিভাইসের সকল ডাটা মুছে ফেলতে পারবেন। অর্থাৎ ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। প্রথমেই আপনাকে নিশ্চিত হতে হবে যে ...