mobile graphics card
★বর্তমানে যেসব Smartphone বাজারে আসছে তার প্রায় সবগুলোতেই Gpu আছে। কিন্তু একেক মোবাইলে একেকটা, আবার কোনো কোনো মোবাইলে নাই ও। অনেকেই এটা নিয়ে দারুন সমস্যায় পরেন। এখন থেকে আর সমস্যা হবে না। পোস্টটি পড়লেই সব বুঝবেন। # GPU কি?—– GPU এর পুর্ন রুপ অনেকেরই জানা– Graphics Processing Unit। এটি মোবাইলের Graphics,মানে কালার কম্বিনেশন, ভাল ছবি তৈরী এর কাজ করে। এখন আপনারা যারা PC ব্যাবহার করেন তারা জানেন যে PC এর গ্রাফিক্স কার্ড থাকে। মোবাইলের Gpu হল এই গ্রাফিক্স কার্ড। # GPU এর কাজ কি?—– আপনার মোবাইলের গ্রাফিক্স বিষয়ক যাবতীয় সকল কাজ করে। যেমন-HDGames, HD Movie Play, HDVideo Play ইত্যাদি। আপনার মোবাইলে ভাল মানের HD Games খেলার জন্য Gpu এর কোনো বিকল্প নেই। যেমন ধরেন- Galaxy Y এ ছোট খাট ভাল কোয়ালিটির গেমস্ সাধারন ভাবেই সাপোর্ট করে,কিন্তু উচ্চ গ্রাফিক্সের গেম খেলা যায় না, এর কারন হল– কম রেজুলেশনের ডিসপ্লে এবং Gpu নেই। বড় সাইজের HD Games গুলি Gpu ছাড়া চলবে না। #Gpu এর প্রকারভেদ—– বর্তমানে একেক মোবাইলে একেক কোয়ালিটি, একেক কোম্পানীর Gpu দেখা যাচ্ছে। এদের মধ্যে...