pc/mobile graphic card gpu

★বর্তমানে যেসব Smartphone
বাজারে আসছে তার প্রায় সবগুলোতেই Gpu
আছে। কিন্তু একেক মোবাইলে একেকটা, আবার
কোনো কোনো মোবাইলে নাই ও। অনেকেই
এটা নিয়ে দারুন সমস্যায় পরেন। এখন
থেকে আর
সমস্যা হবে না। পোস্টটি পড়লেই সব
বুঝবেন।
# GPU কি?—– GPU এর পুর্ন রুপ
অনেকেরই জানা– Graphics Processing
Unit। এটি মোবাইলের
Graphics,মানে কালার কম্বিনেশন,
ভাল ছবি তৈরী এর কাজ করে। এখন
আপনারা যারা PC ব্যাবহার করেন
তারা জানেন যে PC এর গ্রাফিক্স কার্ড
থাকে। মোবাইলের Gpu হল এই গ্রাফিক্স
কার্ড।
# GPU এর কাজ কি?—– আপনার
মোবাইলের গ্রাফিক্স বিষয়ক যাবতীয় সকল
কাজ করে। যেমন-HDGames, HD Movie
Play, HDVideo Play
ইত্যাদি। আপনার মোবাইলে ভাল মানের
HD Games খেলার জন্য Gpu এর
কোনো বিকল্প নেই। যেমন ধরেন- Galaxy Y
এ ছোট খাট ভাল কোয়ালিটির গেমস্ সাধারন
ভাবেই সাপোর্ট করে,কিন্তু উচ্চ গ্রাফিক্সের
গেম খেলা যায় না, এর কারন হল– কম
রেজুলেশনের ডিসপ্লে এবং Gpu নেই।
বড় সাইজের HD Games গুলি Gpu
ছাড়া চলবে না।
#Gpu এর প্রকারভেদ—–
বর্তমানে একেক মোবাইলে একেক কোয়ালিটি,
একেক কোম্পানীর Gpu
দেখা যাচ্ছে। এদের মধ্যে সবচেয়ে সেরা কিছু
Gpu হল— Adreno 330,320 PowerVR
sgx 540,Mali 400mp এগুলো হল
সেরা এবং দামী মোবাইলগুলোতেই পাবেন।
এখন ভাল
কোয়ালিটির HD Games খেলতে আপনার
মোবাইলে Adreno 305/225,
PowerVRsgx 531,
Nvidia Gpu থাকা লাগবে। এখন
ন্যুন্যতম ভাল মানের HD Games
খেলতে Adreno200/220 Gpu ভাল হবে।
এর নিচে হলে সমস্যা।
#Gpu না থাকলে কি হবে?—– Gpu
না থাকলে আপনার ভাল মানের HD
Games খেলার স্বপ্ন দেখা বন্ধ করতে হবে ।
(collected)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

mobile dpi

মোবাইল নেবার আগে একটু কোম্পানি প্রোমোটোর দের কাছ থেকে জেনে নিই

Android device manager কাজ