নতুন মোবাইল যারা কিন্তে চান তারা।
Android SmartPhone (স্মার্টফোন) প্রকৃত পক্ষে Android ফোনকে ফোন না বলে একটি Mini Computer বলা যেতে পারে। একটি ভাল মানের প্রসেসর অনেক দ্রুত কাজ করতে সাহায্য করবে। আর Ram যত বেশি হবে, তত বেশি ও বড় Application এবং Games চালাতে পারবেন। GPU হচ্ছে Graphic Processing Unitএর সংক্ষিপ্ত রূপ। GPUএর প্রধান কাজ হচ্ছে মোবাইলের Displayতে যেসব জিনিস আসবে, সেগুলোকে Process করা এবং অন্য আরেকটি Processor, যার কাজ শুধু Graphics Process করা।। যেমন:- ভিডিও, গেমস। GPU Powerful হলে HD Games ও HD Videos চালানো কোন ব্যাপার নয়। Android Smart Phone কেনার আগে যেসব বিষয় জেনে রাখা উচিত তা নিন্মে সংক্ষেপে আলোচনা করা হলো ♣ প্রসেসর (Processor) যেসব কাজগুলো প্রসেসর করতে পারে, তাকে বলা হয় ইন্সট্রাকশন (Instraction) সেট। একটি অ্যান্ড্রয়েড ফোন কেনার আগে প্রথমেই দেখতে হবে ইন্সট্রাকশন সেট কোনটি। পুরাতন ফোনের প্রসেসরের থাকে ARMV6 বা ARM11 ইন্সট্রাকশন সেট, যেটা এখনকার যুগের নতুন কোন বড়সড় অ্যাপলিকেশন বা গেম চালাতে পারে না। এখন আর ARMv6 ফোন না কেনাই ভাল। ইন্সট্রাকশনের তথ্য আপনি ফোনের স্পেসিফিকেশন দেখলেই পেয়ে যাবেন...