up(ultra pixel) camera
হবে… শুনে মনে হচ্ছে UltraPixel ই ভালো হবে, না? কেন? ‘Ultra’ ‘Mega’ এর চেয়ে ভালো তাই?
তাইলে জেনে রাখেন যে UltraPixel হচ্ছে HTC-র একটা নিজের বানানো মার্কেটিং শব্দ
ধরতে গেলে 4MP মানেই 4UP, কিন্তু আসলেই কি তাই? একই হলে নিশ্চয় HTC UltraPixel নামে একটি শব্দ বানাতো না! তাইলে চলুন দেখি UltraPixel মানে আসলে কি?
HTC -এর নতুন ফোনের ক্যামেরা 4-Megapixel বললেই মানুষ মুখ ভেংচাবে কারণ এখন যেকোন আবুল তাবুল মোবাইলেও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা থাকে! আসলে এত মেগাপিক্সেল ওত মেগাপিক্সেল বললেই মানুষ ভাবে বেশি মেগাপিক্সেলওয়ালা মোবাইলটাই ভালো ছবি উঠবে। তো এর সমাধান কি? সমাধান হল নতুন এক অর্থহীন শব্দ ব্যবহার করে মানুষকে কনফিউজড করে দেয়া, যেমনঃ Ultrapixel!
HTC বলতে চায় UltraPixel camera হচ্ছে একটি এডভান্স ইমেজিং টেকনোলজি যার সাহায্যে আপনি খুব সুন্দর ছবি তুলতে পারবেন, এমনকি কম আলোতেও!
Ultrapixel ক্যামেরা ImageSense টেকনোলজি দিয়ে তৈরি যাতে আছে:
UltraPixel Sensor: তুলনামূলকভাবে বড় পিক্সেলগুলো 13 megapixel camera র চেয়ে ৩০০% বেশি আলো ধারণ করতে পারে।
HTC ImageChip: Continuous autofocus, color shading, noise reduction, এবং অনেক সুন্দর High Dynamic Range ছবি দেয়।
F/2.0 Aperture: স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে বড় অ্যাপেচারযুক্ত ক্যামেরা যাতে iPhone 5 এর ক্যামেরার চেয়ে 44% বেশি আলো ঢুকে।
Optical Image Stabilization: হাত কাঁপা ছবিগুলো ঠিক করে ফেলতে পারে যা অনেক DSLR এ দেখা যায় IS বা VR হিসেবে।
HTC বুঝাতে চেয়েছে তাদের ক্যামেরার সেন্সরে আছে “বড়” পিক্সেল…
HTC বলতে চেয়েছে যে তাদের মেগাপিক্সেল বর্তমানের ক্যামেরায় থাকা মেগাপিক্সেলের চেয়ে বড়। তাই তারা হচ্ছে আলট্রা, বুঝা গেসে? “একটা নির্দিষ্ট স্থান কম পিক্সেল ধারণ করে” এর একমাত্র কারণ হতে পারে যে সে জায়গার পিক্সেলগুলো বড় বড়। HTC One এবং Lumia 920 দুইটারই 1/3-inch সেন্সর আছে কিন্তু 920 হচ্ছে 8.7 megapixel এর যেখানে HTC One এর টা 4MP. এর কারণ হল HTC One এর পিক্সেলের সাইজ হচ্ছে 2 Micrometer যেখানে 920 এরগুলো 1.4 micrometer!
Image Credit: gizmodo.com
…যা তাত্ত্বিকভাবে ছোট পিক্সেলগুলোর চেয়ে আরো ভালো আলো ধারণ করতে পারে…
Image Credit: HTC
ক্যামেরা এপ অন করার পর আলো এসে এসব পিক্সেলের(আসলে ফটোডায়োড) উপর পরে, এই পিক্সেলগুলো কাজ হল আলোকে ইলেকট্রনে পরিণত করা। ফোকাল লেংথ এর পুরো জায়গা জুড়ে যত আলো থাকে, সব আলোর প্রতিটা আলাদা আলাদা তরঙ্গ দৈঘ্য Photo diode এ আঘাত করে, আর এই সেন্সর প্রতিটার জন্য আলোর তীব্রতা অনুসারে ইলেকট্রন চার্জ দেয়। পুরো সেন্সর যত লক্ষ ভিন্ন ভিন্ন চার্জ দেয়, সেগুলো প্রসেস করে অবশেষে ডিজিটাল ইমেজ আকারে রুপ দেয়, যেটা আমরা স্ক্রিনে দেখি।
…এবং এটাই HTC One এর Ultrapixel ক্যামেরাকে হয়ত জনপ্রিয় করতে পারে…
বেশি ড্যাটা মানেই আরো ভালো কোয়ালিটি। বড় পিক্সেল মানে বেশি ড্যাটা ধারণ করতে পারবে। আবার বড় পিক্সেলের আরেক সুবিধা হল ছবিতে Noise এবং distortion কম হয়, আপনার তো শুধু মোবাইলেই ভালো করে দেখা গেলেই চলছে। চিন্তা করুন একটা 100 X 100 সাইজের ছবি 1920 x 1080 সাইজের স্ক্রিনে কেমন লাগবে। কিন্তু, অনেক মোবাইলের ক্যামেরা এত বড় সাইজের ছবি তুলে যা আমাদের মোটেও লাগে না। 4UP ক্যামেরা দেয় 2688 x 1520 সাইজের ছবি, যা আপনার মোবাইলের জন্য আদর্শ কারণ আপনি তো খালি ছবি তুলে ফেসবুক আর ইন্সট্রাগ্রামে আপলোড করবেন!
বামে সাধারণ ক্যামেরা আর ডানে UltraPixel Camera
তাইলে জেনে রাখেন যে UltraPixel হচ্ছে HTC-র একটা নিজের বানানো মার্কেটিং শব্দ
ধরতে গেলে 4MP মানেই 4UP, কিন্তু আসলেই কি তাই? একই হলে নিশ্চয় HTC UltraPixel নামে একটি শব্দ বানাতো না! তাইলে চলুন দেখি UltraPixel মানে আসলে কি?
HTC -এর নতুন ফোনের ক্যামেরা 4-Megapixel বললেই মানুষ মুখ ভেংচাবে কারণ এখন যেকোন আবুল তাবুল মোবাইলেও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা থাকে! আসলে এত মেগাপিক্সেল ওত মেগাপিক্সেল বললেই মানুষ ভাবে বেশি মেগাপিক্সেলওয়ালা মোবাইলটাই ভালো ছবি উঠবে। তো এর সমাধান কি? সমাধান হল নতুন এক অর্থহীন শব্দ ব্যবহার করে মানুষকে কনফিউজড করে দেয়া, যেমনঃ Ultrapixel!
HTC বলতে চায় UltraPixel camera হচ্ছে একটি এডভান্স ইমেজিং টেকনোলজি যার সাহায্যে আপনি খুব সুন্দর ছবি তুলতে পারবেন, এমনকি কম আলোতেও!
Ultrapixel ক্যামেরা ImageSense টেকনোলজি দিয়ে তৈরি যাতে আছে:
UltraPixel Sensor: তুলনামূলকভাবে বড় পিক্সেলগুলো 13 megapixel camera র চেয়ে ৩০০% বেশি আলো ধারণ করতে পারে।
HTC ImageChip: Continuous autofocus, color shading, noise reduction, এবং অনেক সুন্দর High Dynamic Range ছবি দেয়।
F/2.0 Aperture: স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে বড় অ্যাপেচারযুক্ত ক্যামেরা যাতে iPhone 5 এর ক্যামেরার চেয়ে 44% বেশি আলো ঢুকে।
Optical Image Stabilization: হাত কাঁপা ছবিগুলো ঠিক করে ফেলতে পারে যা অনেক DSLR এ দেখা যায় IS বা VR হিসেবে।
HTC বুঝাতে চেয়েছে তাদের ক্যামেরার সেন্সরে আছে “বড়” পিক্সেল…
HTC বলতে চেয়েছে যে তাদের মেগাপিক্সেল বর্তমানের ক্যামেরায় থাকা মেগাপিক্সেলের চেয়ে বড়। তাই তারা হচ্ছে আলট্রা, বুঝা গেসে? “একটা নির্দিষ্ট স্থান কম পিক্সেল ধারণ করে” এর একমাত্র কারণ হতে পারে যে সে জায়গার পিক্সেলগুলো বড় বড়। HTC One এবং Lumia 920 দুইটারই 1/3-inch সেন্সর আছে কিন্তু 920 হচ্ছে 8.7 megapixel এর যেখানে HTC One এর টা 4MP. এর কারণ হল HTC One এর পিক্সেলের সাইজ হচ্ছে 2 Micrometer যেখানে 920 এরগুলো 1.4 micrometer!
Image Credit: gizmodo.com
…যা তাত্ত্বিকভাবে ছোট পিক্সেলগুলোর চেয়ে আরো ভালো আলো ধারণ করতে পারে…
Image Credit: HTC
ক্যামেরা এপ অন করার পর আলো এসে এসব পিক্সেলের(আসলে ফটোডায়োড) উপর পরে, এই পিক্সেলগুলো কাজ হল আলোকে ইলেকট্রনে পরিণত করা। ফোকাল লেংথ এর পুরো জায়গা জুড়ে যত আলো থাকে, সব আলোর প্রতিটা আলাদা আলাদা তরঙ্গ দৈঘ্য Photo diode এ আঘাত করে, আর এই সেন্সর প্রতিটার জন্য আলোর তীব্রতা অনুসারে ইলেকট্রন চার্জ দেয়। পুরো সেন্সর যত লক্ষ ভিন্ন ভিন্ন চার্জ দেয়, সেগুলো প্রসেস করে অবশেষে ডিজিটাল ইমেজ আকারে রুপ দেয়, যেটা আমরা স্ক্রিনে দেখি।
…এবং এটাই HTC One এর Ultrapixel ক্যামেরাকে হয়ত জনপ্রিয় করতে পারে…
বেশি ড্যাটা মানেই আরো ভালো কোয়ালিটি। বড় পিক্সেল মানে বেশি ড্যাটা ধারণ করতে পারবে। আবার বড় পিক্সেলের আরেক সুবিধা হল ছবিতে Noise এবং distortion কম হয়, আপনার তো শুধু মোবাইলেই ভালো করে দেখা গেলেই চলছে। চিন্তা করুন একটা 100 X 100 সাইজের ছবি 1920 x 1080 সাইজের স্ক্রিনে কেমন লাগবে। কিন্তু, অনেক মোবাইলের ক্যামেরা এত বড় সাইজের ছবি তুলে যা আমাদের মোটেও লাগে না। 4UP ক্যামেরা দেয় 2688 x 1520 সাইজের ছবি, যা আপনার মোবাইলের জন্য আদর্শ কারণ আপনি তো খালি ছবি তুলে ফেসবুক আর ইন্সট্রাগ্রামে আপলোড করবেন!
বামে সাধারণ ক্যামেরা আর ডানে UltraPixel Camera
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন