বিভিন্ন দামি মোবাইল নেবার আগে যা দেখা নেবেন
অ্যান্ড্রয়েড মোবাইল কেনার আগের কিছু দরকারি তথ্য (অবশ্যাই কাজে লাগবে)
এ যুগের মোবাইল বাজারে স্মার্টফোন এর জয়-জয়কার , তার ভিতরে ...
- iOS/Android/
- Windows/BlackBerry/
- Meego ইত্যাদি OS সংবলিত বিভিন্ন ব্রান্ড এর হ্যান্ডসেট বাজারে পাবেন ,স্মার্ট ফোনে আপনি পিসি'র Almost সব কাজ ই করতে পারবেন অনায়াসে! --> মুভি দেখা , HD Games খেলা , ভিডিও/ ইমেজ ইডিটিং ,ক্যামেরা , Office Application - কি নেই এইগুলোতে!
এখন আমার এই পোস্ট শুধুমাত্র তাদের জন্য যারা Android সংবলিত হ্যান্ডসেট কিনতে আগ্রহী।
প্রথম আপনি ডিটারমাইন্ড হবেন যে আপনি কি Android এর সেট কিনতে চান? আপনার বাজেট ক্যামন?
[7000-70000 টাকার হ্যান্ডসেট আছে বাজারে ] কি কি ফিচার আপনার দরকার মেইনলি , আপনি কি ধরনের পেশার সঙ্গে যুক্ত ইত্যাদি!
- Brand?
- না ব্র্যান্ড নিয়ে মাথা বেশি না ঘামালেও হবে , ফিচার/ বিল্ড কুয়ালিটি/ টেকনলজি ইত্যাদি ব্যাপার ব্র্যান্ড এর চেয়েও অনেক দরকারি. . এই বিষয় গুলো নিয়েই লিখবো এখন...
1. Network : 3G সাপোর্ট করে এমন হ্যান্ডসেট কিনবেন অবশ্যই , কারণ আর ১-২ বছর পর 2G কেউ পায়ে মাড়াবেও না!
2. Body : হ্যান্ডসেট টির ওজন ক্যামন হবে তা কিন্তু আপনার Comfort Level এর উপর Depend করে , ১৫০গ্রাম এর বেশি না হওয়াই ভাল আর ১০০% প্লাস্টিক বডি হলে কিন্ত পরে গেলে রিস্ক থাকেই!ক্যামেরা এর লেন্স এবং স্ক্রিন যেন সেট হাত থেকে পরলেও ভাল থাকে তা এনশিউর করবেন!লাগলে কেইস ও কিনবেন!
3. Display : এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার! কোন Technology এর ডিসপ্লে আপনি চান তা Determined করা , বাজারে AMOLED/RETINA/ IPS/LCD 1-3 ইত্যাদি কুয়ালিটি এর ডিসপ্লে পাওয়া যায় এগুলোর Picture Quality/Brightness/ Sunlight Visibility/Angling View/Clearness/ Sharpness ইত্যাদি ব্যাপার খুবি Matter করে. গুগোলে "AMOLED vs IPS vs RETINA vs LCD" এমন কিছু টাইপ করলেই এই ব্যাপারগুলো ১০০% ক্লিয়ার হতে পারবেন! আপনি যদি বড় স্ক্রিন পছন্দ করেন তাহলে 5"+ , আর ছোট পছন্দ করলে 4"+ কিনবেন এই হোল ব্যাপার! PPI - যতই ডিসপ্লে নিয়ে লেকচার পারি না কেন , একটা ডিভাইস এর PPI যদি কম হয় , তাহলে তার থেকে আহামরি ভাল কুয়ালিটি এর গ্রাফিক পাবার আসা না করাই উচিত , তবে PPI যত বেশি , সেট এর দাম ও তত বেশি! Average PPI - 200ppi+ Touch - Capacitive আর Resistive দুই ধরনের টাচ টেকনোলজি বাজারে আছে , ভুলেও Resistive Tech. এর টাচ কিনবেন না! এই ব্যাপারে বিস্তারিত জানতে Google করুন "Resistive vs Capacitive" Protection - ভালো প্রোটেকশন থাকলে Screen এ Scratch পরার কোন Chance ই নাই! ধুমসে গেইম খেলা/ছবি আঁকা করতে পারবেন যদি Touch Protection থাকে! না থাকলে কি করবেন? বাজার থেকে একটা প্রটেক্টর কিনে নিবেন ১০০-১০০০+ Tk দিয়ে!
4. Sound - সাউন্ড আসলে খুব বেশি Vary করে না! তবে Xperia এর সাউন্ড বেটার এবং HTC এর সাউণ্ড বেস্ট! যদিও এটি Set by Set VARY করতে পারে. ভালো Sound Engine থাকলে ভালো সাউণ্ড পাবেন! সাউন্ড এর জন্য আবার অনেক MOD. আছে! দামি হেডফনে ভাল সাউন্ড আসবে!
5. Memory - যদি Card Slot না থাকে তবে Ensure করবেন যে Internal Mass Storage Minimum 16/32GB , Slot থাকলে তো ভালই! SD কার্ড আলাদা কিনলে কিনবেন Class 10 বিল্ড এর. এছাড়াও Ensure করবেন যেন মিনিমাম ROM - 1GB+ অবশ্যই অবশ্যই থাকে।
মনে রাখবেন Android Game 2GB+ ও হয় এবং 1080p এর 7/8GB+ সাইজ এর মুভি সরাসরি ফোনে চালানো ইদানীং মামুলি ব্যাপার! গেম এর ফাইল রাখার Try করবেন Internal Mass Storage এ! আর কার্ডে রাখলে অবশ্য দামি কার্ড Use করবেন কারণ ফাইল Execute করার একটা ব্যাপার আছে!
“ROM” |” MASS STORAGE” | “SD CARD Class” এইগুলান গুগোল করলে অনেক কিছু জানতে পারবেন।
6. Camera - এটা আপনার পার্সোনাল ব্যাপার ,তারপরেও Atleast 5Mp এর Rear মানে পিছনের ক্যামেরা থাকা বাঞ্ছনীয়! কিছু অজানা কথা বলতে চাই! লক্ষ্য করুন. বেশি মেগাপিক্সেল মানেই বেশি জোস ক্যামেরা নয় , ক্যামেরা এর ক্ষেত্রে Technology Matter করে সবথেকে বেশি! অনেক ভালো ভালো ফোনের 2MP ফ্রন্ট ক্যামেরা এর চেয়ে iPhone 4 এর 0.3 Inch. ফ্রণ্ট ক্যামেরা এর কুয়ালিটি ঢের ভালো! AutoFoucs/ Face Detection/ LED Flash চান কিনা , এটা আপনার পার্সোনাল ব্যাপার! এগুলো খুব বেশি পার্থক্য গড়ে না যদি না আপনি সেই লেভেল এর সেট কিনেন , সেই Technology ই আসল!তাই 30 হাজার এর কম দামের সেট কিনলে এইগুলা নিয়ে মাথা বেথা না করাই ভালো. আমগো দেশে আন্ধার ,তাই টর্চ এর জন্য LED Flash থাকলে ভালো Video Recording এর ব্যাপারটাও আপনার কাছে , Rear মানে পিছনের ক্যামেরা দিয়ে 1080p এর কুয়ালিটি তে ভিডিও রেকর্ড করতে পারলে ভালো , তবে 720p এর কুয়ালিট ও খারাপ না। Skype / Video Call করতে চাইলে Front Camera মাস্ট! কিন্তু মেগাপিস্কেল এর পিছনে দৌর দিয়েন না হুদাই! 0.3-2 MP সব ই Almost Same লাগবে।
7. Data - খুব গুরুত্বপূর্ণ সেকশন , আপনি বাংলাদেশের নাগরিক হইলে EDGE/ GPRS এর স্পিড/ ক্লাস ভালো , এমন ফোন কিনবেন। ক্লাস মিনিমাম ১২ থাকা বাঞ্ছনীয় 2G সিম দিয়ে নেট যদি চালান! অনেকেই Skype করেন সিম এর নেট দিয়ে , তাদের জন্য তো 12 > 32 ক্লাস এর GPRS মাস্ট! নাহলে প্রব্লেম! Wi-Fi থাকা মাস্ট এবং এর স্পীড ডিপেন্ড করে আপনার নেট লাইন এর উপর , তাই ফোন এ স্পিড নিয়ে মাথা না ঘামালেও হবে , Wi-Fi Tethering/Hot Spot সম্ভব হয় কিনা এটা Ensure করবেন জাস্ট! Bluetooth যেন Minimum 3.0+ হয় , তা না হলে Mouse/Keyboard/ Headphone লাগাইতে প্রব হতে পারে , 4+ হইলে ডাটা Transfer স্পিড ভালো পাবেন! এর সঙ্গে যদি OTG থাকে তাহলে সোনায় সোহাগা. OTG থাকলে আপনি ক্যাবল দিয়ে Mouse/Keyboard/ Gamepad/Hard disk/Pen drive/Printer ইত্যাদি USB Device আপনার ফোনের সঙ্গে Connect করতে পারবেন [তবে Compatibility এর ব্যাপার তো আছেই]
8. সব থেকে গুরুত্বপূর্ণ সেকশন , HD Movies/App/Game/Sleek Performance এর জন্য আপনাকে ভালো Chipset/CPU/GPU/RAM সংবলিত Handset কিনতে হবে , এই বিষয়গুলো সব থেকে Important যদি আপনি Advance User হন. Chipset আপনি এমনিও খুব একটা Choice করতে পারবেন না! Samsung/Sony দের Chipset নরমাল China সেট এ সহজে পাওয়া যায় না! CPU – CPU এর ক্ষেত্রে শধু DUAl/QUAD Core ই আশল না , কোন Architecture এর CPU তা , সেহটাও অনেক মেটার করে , যেমন Dual Core Cortex A9 এর স্কোর যদি হয় 50 , Quad Core Cortex A7 এর স্কোর হবে 60. এই যা! তবে Super HD গেমস খেলতে চাইলে Quad Core নিবেন. GPU – GPU ভালো থাকলেই আপনি ক্যাবল স্মুথ একটা গ্রাফিক পাবেন , এটা PowerVR Sgx 5XX , Mali 400+ , Adreno 320+ এই ধরনের নিবেন , গেমার হলে এর কম নয়! RAM - 512MB RAM যুক্ত নিতে পারেন তবে 1GB হলে ভাল হয়। 1GB বা 2GB হলে গেম মাখন এর মতন চলবে। আচ্ছা , আপনি যদি গেমার না হন , তাহলে Single /Dual Core CPU is Enough , and 512 RAM is OK for u!
9. Battery : আচ্ছা , সব তো হলও , এখনও ভালো ব্যাটারি সার্ভিস কিন্তু সবাই চায় , Android Smartphone এ Dual Core CPU এর জন্য 1500+mAh Battery এবং Quad Core এর জন্য মিনিমাম 2000 mAh+ ব্যাটারি লাগবেই! Screen যত বড় , ব্যাটারি তত লাগবে ভাল!
10. আরও কিছু ব্যাপার শেপার . . . আপনি যদি শান্তিমতন নেট ইউজ করতে চান , তাহলে আপনার ফোনে HTML5/Flash Player সাপোর্ট করে কিনা তা শিউর হয়ে নিবেন Radio/GPS আপনার লাগবে কিনা , এটা আপনি ই ভালো বুঝেন , যদিও BD তে এখনও REAL GPS সিস্টেম আসে নাই! তবে আসবে 5-10 yrs এর ভিতরেই! Sensor টাও খুব দরকারি ব্যাপার , গেম শান্তিমতন খেলতে এটা লাগবেই! তবে অনেক পদের সেন্সর আছে!
... অনেক হয়েছে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)
... অনেক হয়েছে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)
এ যুগের মোবাইল বাজারে স্মার্টফোন এর জয়-জয়কার , তার ভিতরে ...
- iOS/Android/
- Windows/BlackBerry/
- Meego ইত্যাদি OS সংবলিত বিভিন্ন ব্রান্ড এর হ্যান্ডসেট বাজারে পাবেন ,স্মার্ট ফোনে আপনি পিসি'র Almost সব কাজ ই করতে পারবেন অনায়াসে! --> মুভি দেখা , HD Games খেলা , ভিডিও/ ইমেজ ইডিটিং ,ক্যামেরা , Office Application - কি নেই এইগুলোতে!
এখন আমার এই পোস্ট শুধুমাত্র তাদের জন্য যারা Android সংবলিত হ্যান্ডসেট কিনতে আগ্রহী।
প্রথম আপনি ডিটারমাইন্ড হবেন যে আপনি কি Android এর সেট কিনতে চান? আপনার বাজেট ক্যামন?
[7000-70000 টাকার হ্যান্ডসেট আছে বাজারে ] কি কি ফিচার আপনার দরকার মেইনলি , আপনি কি ধরনের পেশার সঙ্গে যুক্ত ইত্যাদি!
- Brand?
- না ব্র্যান্ড নিয়ে মাথা বেশি না ঘামালেও হবে , ফিচার/ বিল্ড কুয়ালিটি/ টেকনলজি ইত্যাদি ব্যাপার ব্র্যান্ড এর চেয়েও অনেক দরকারি. . এই বিষয় গুলো নিয়েই লিখবো এখন...
1. Network : 3G সাপোর্ট করে এমন হ্যান্ডসেট কিনবেন অবশ্যই , কারণ আর ১-২ বছর পর 2G কেউ পায়ে মাড়াবেও না!
2. Body : হ্যান্ডসেট টির ওজন ক্যামন হবে তা কিন্তু আপনার Comfort Level এর উপর Depend করে , ১৫০গ্রাম এর বেশি না হওয়াই ভাল আর ১০০% প্লাস্টিক বডি হলে কিন্ত পরে গেলে রিস্ক থাকেই!ক্যামেরা এর লেন্স এবং স্ক্রিন যেন সেট হাত থেকে পরলেও ভাল থাকে তা এনশিউর করবেন!লাগলে কেইস ও কিনবেন!
3. Display : এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার! কোন Technology এর ডিসপ্লে আপনি চান তা Determined করা , বাজারে AMOLED/RETINA/ IPS/LCD 1-3 ইত্যাদি কুয়ালিটি এর ডিসপ্লে পাওয়া যায় এগুলোর Picture Quality/Brightness/ Sunlight Visibility/Angling View/Clearness/ Sharpness ইত্যাদি ব্যাপার খুবি Matter করে. গুগোলে "AMOLED vs IPS vs RETINA vs LCD" এমন কিছু টাইপ করলেই এই ব্যাপারগুলো ১০০% ক্লিয়ার হতে পারবেন! আপনি যদি বড় স্ক্রিন পছন্দ করেন তাহলে 5"+ , আর ছোট পছন্দ করলে 4"+ কিনবেন এই হোল ব্যাপার! PPI - যতই ডিসপ্লে নিয়ে লেকচার পারি না কেন , একটা ডিভাইস এর PPI যদি কম হয় , তাহলে তার থেকে আহামরি ভাল কুয়ালিটি এর গ্রাফিক পাবার আসা না করাই উচিত , তবে PPI যত বেশি , সেট এর দাম ও তত বেশি! Average PPI - 200ppi+ Touch - Capacitive আর Resistive দুই ধরনের টাচ টেকনোলজি বাজারে আছে , ভুলেও Resistive Tech. এর টাচ কিনবেন না! এই ব্যাপারে বিস্তারিত জানতে Google করুন "Resistive vs Capacitive" Protection - ভালো প্রোটেকশন থাকলে Screen এ Scratch পরার কোন Chance ই নাই! ধুমসে গেইম খেলা/ছবি আঁকা করতে পারবেন যদি Touch Protection থাকে! না থাকলে কি করবেন? বাজার থেকে একটা প্রটেক্টর কিনে নিবেন ১০০-১০০০+ Tk দিয়ে!
4. Sound - সাউন্ড আসলে খুব বেশি Vary করে না! তবে Xperia এর সাউন্ড বেটার এবং HTC এর সাউণ্ড বেস্ট! যদিও এটি Set by Set VARY করতে পারে. ভালো Sound Engine থাকলে ভালো সাউণ্ড পাবেন! সাউন্ড এর জন্য আবার অনেক MOD. আছে! দামি হেডফনে ভাল সাউন্ড আসবে!
5. Memory - যদি Card Slot না থাকে তবে Ensure করবেন যে Internal Mass Storage Minimum 16/32GB , Slot থাকলে তো ভালই! SD কার্ড আলাদা কিনলে কিনবেন Class 10 বিল্ড এর. এছাড়াও Ensure করবেন যেন মিনিমাম ROM - 1GB+ অবশ্যই অবশ্যই থাকে।
মনে রাখবেন Android Game 2GB+ ও হয় এবং 1080p এর 7/8GB+ সাইজ এর মুভি সরাসরি ফোনে চালানো ইদানীং মামুলি ব্যাপার! গেম এর ফাইল রাখার Try করবেন Internal Mass Storage এ! আর কার্ডে রাখলে অবশ্য দামি কার্ড Use করবেন কারণ ফাইল Execute করার একটা ব্যাপার আছে!
“ROM” |” MASS STORAGE” | “SD CARD Class” এইগুলান গুগোল করলে অনেক কিছু জানতে পারবেন।
6. Camera - এটা আপনার পার্সোনাল ব্যাপার ,তারপরেও Atleast 5Mp এর Rear মানে পিছনের ক্যামেরা থাকা বাঞ্ছনীয়! কিছু অজানা কথা বলতে চাই! লক্ষ্য করুন. বেশি মেগাপিক্সেল মানেই বেশি জোস ক্যামেরা নয় , ক্যামেরা এর ক্ষেত্রে Technology Matter করে সবথেকে বেশি! অনেক ভালো ভালো ফোনের 2MP ফ্রন্ট ক্যামেরা এর চেয়ে iPhone 4 এর 0.3 Inch. ফ্রণ্ট ক্যামেরা এর কুয়ালিটি ঢের ভালো! AutoFoucs/ Face Detection/ LED Flash চান কিনা , এটা আপনার পার্সোনাল ব্যাপার! এগুলো খুব বেশি পার্থক্য গড়ে না যদি না আপনি সেই লেভেল এর সেট কিনেন , সেই Technology ই আসল!তাই 30 হাজার এর কম দামের সেট কিনলে এইগুলা নিয়ে মাথা বেথা না করাই ভালো. আমগো দেশে আন্ধার ,তাই টর্চ এর জন্য LED Flash থাকলে ভালো Video Recording এর ব্যাপারটাও আপনার কাছে , Rear মানে পিছনের ক্যামেরা দিয়ে 1080p এর কুয়ালিটি তে ভিডিও রেকর্ড করতে পারলে ভালো , তবে 720p এর কুয়ালিট ও খারাপ না। Skype / Video Call করতে চাইলে Front Camera মাস্ট! কিন্তু মেগাপিস্কেল এর পিছনে দৌর দিয়েন না হুদাই! 0.3-2 MP সব ই Almost Same লাগবে।
7. Data - খুব গুরুত্বপূর্ণ সেকশন , আপনি বাংলাদেশের নাগরিক হইলে EDGE/ GPRS এর স্পিড/ ক্লাস ভালো , এমন ফোন কিনবেন। ক্লাস মিনিমাম ১২ থাকা বাঞ্ছনীয় 2G সিম দিয়ে নেট যদি চালান! অনেকেই Skype করেন সিম এর নেট দিয়ে , তাদের জন্য তো 12 > 32 ক্লাস এর GPRS মাস্ট! নাহলে প্রব্লেম! Wi-Fi থাকা মাস্ট এবং এর স্পীড ডিপেন্ড করে আপনার নেট লাইন এর উপর , তাই ফোন এ স্পিড নিয়ে মাথা না ঘামালেও হবে , Wi-Fi Tethering/Hot Spot সম্ভব হয় কিনা এটা Ensure করবেন জাস্ট! Bluetooth যেন Minimum 3.0+ হয় , তা না হলে Mouse/Keyboard/ Headphone লাগাইতে প্রব হতে পারে , 4+ হইলে ডাটা Transfer স্পিড ভালো পাবেন! এর সঙ্গে যদি OTG থাকে তাহলে সোনায় সোহাগা. OTG থাকলে আপনি ক্যাবল দিয়ে Mouse/Keyboard/ Gamepad/Hard disk/Pen drive/Printer ইত্যাদি USB Device আপনার ফোনের সঙ্গে Connect করতে পারবেন [তবে Compatibility এর ব্যাপার তো আছেই]
8. সব থেকে গুরুত্বপূর্ণ সেকশন , HD Movies/App/Game/Sleek Performance এর জন্য আপনাকে ভালো Chipset/CPU/GPU/RAM সংবলিত Handset কিনতে হবে , এই বিষয়গুলো সব থেকে Important যদি আপনি Advance User হন. Chipset আপনি এমনিও খুব একটা Choice করতে পারবেন না! Samsung/Sony দের Chipset নরমাল China সেট এ সহজে পাওয়া যায় না! CPU – CPU এর ক্ষেত্রে শধু DUAl/QUAD Core ই আশল না , কোন Architecture এর CPU তা , সেহটাও অনেক মেটার করে , যেমন Dual Core Cortex A9 এর স্কোর যদি হয় 50 , Quad Core Cortex A7 এর স্কোর হবে 60. এই যা! তবে Super HD গেমস খেলতে চাইলে Quad Core নিবেন. GPU – GPU ভালো থাকলেই আপনি ক্যাবল স্মুথ একটা গ্রাফিক পাবেন , এটা PowerVR Sgx 5XX , Mali 400+ , Adreno 320+ এই ধরনের নিবেন , গেমার হলে এর কম নয়! RAM - 512MB RAM যুক্ত নিতে পারেন তবে 1GB হলে ভাল হয়। 1GB বা 2GB হলে গেম মাখন এর মতন চলবে। আচ্ছা , আপনি যদি গেমার না হন , তাহলে Single /Dual Core CPU is Enough , and 512 RAM is OK for u!
9. Battery : আচ্ছা , সব তো হলও , এখনও ভালো ব্যাটারি সার্ভিস কিন্তু সবাই চায় , Android Smartphone এ Dual Core CPU এর জন্য 1500+mAh Battery এবং Quad Core এর জন্য মিনিমাম 2000 mAh+ ব্যাটারি লাগবেই! Screen যত বড় , ব্যাটারি তত লাগবে ভাল!
10. আরও কিছু ব্যাপার শেপার . . . আপনি যদি শান্তিমতন নেট ইউজ করতে চান , তাহলে আপনার ফোনে HTML5/Flash Player সাপোর্ট করে কিনা তা শিউর হয়ে নিবেন Radio/GPS আপনার লাগবে কিনা , এটা আপনি ই ভালো বুঝেন , যদিও BD তে এখনও REAL GPS সিস্টেম আসে নাই! তবে আসবে 5-10 yrs এর ভিতরেই! Sensor টাও খুব দরকারি ব্যাপার , গেম শান্তিমতন খেলতে এটা লাগবেই! তবে অনেক পদের সেন্সর আছে!
... অনেক হয়েছে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)
... অনেক হয়েছে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন