camera megapixel

অনেক দিন পরে টিউন করতে বসলাম। আমি আবার বড় টিউন করতে পারিনা। পরীক্ষার হলে সব প্রশ্নের উত্তর লিখলেও অতিরিক্ত কাগজ (লুজ পেপার) নেয়ার প্রয়োজন পরেনি। কারন আমি সহজ এবং সংক্ষিপ্ত ভাবেই লিখতে ভালোবাসি।
আমাদের দেশে ষোল কোটি মানুষের মধ্যে দশ কোটি মানুষের হাতেই মোবাইল ফোন, মানে হচ্ছে দশ কোটি মানুষের হাতেই একটা করে ক্যামেরা আছে। আমার ধারনা মতে ৯৯ শতাংশ ক্যামেরাধারী বা তারও বেশি সংখ্যক মানুষের ক্যামেরা সম্পর্কে সাধারন ধারনা (Basic knowledge) নাই। ধারনা না থাকাটা কোন অপরাধ নয় বা জানতে হবে এটাও বাধ্যতামূলক নয়।
কিন্তু যখন কেউ আশা করে একটি ভালো ক্যামেরার মোবাইলফোন কিনবে তখন তার কিছুটা হলেও ধারনা থাকা উচিৎ, যাতে মোবাইলফোন কেনার পর পস্তাতে না হয়। আমরা প্রায় সবাই মনে করি, যত বেশি Megapixel তত বেশি ভালো ক্যামেরা। আসুন দেখি তাহলে কোনটা বেশি ভালো নিচের ছবির দুটির দিকে তাকান।


এক নম্বর ছবিটা 1.3 Megapixel. (বিঃদ্রঃ techtunes-এ ১.৩ মেগা পিক্সেল এর ছবি আপলোড করতে পারিনি, হয়ত পারা যায়না)
দুই নাম্বার ছবিটা 5 Megapixel (বিঃদ্রঃ techtunes-এ ৫ মেগা পিক্সেল এর ছবি আপলোড করতে পারিনি, হয়ত পারা যায়না)
প্রথম ছবিটা আকৃতিতে ছোট কিন্তু পরিষ্কার।
দ্বিতীয় ছবিটা আকৃতিতে বড় কিন্তু ঘোলাটে।
প্রথম ছবির ক্যামেরার হার্ডওয়্যার ভালো অর্থাৎ লেন্স, ইমেজ সেন্সর ভালো মানের।
দ্বিতীয় ছবির ক্যামেরার হার্ডওয়্যারের মান নিচু অর্থাৎ লেন্স, ইমেজ সেন্সর খারাপ মানের।
এ থেকে এটা মনে করা যাবেনা বেশি Megapixel খারাপ, আর কম Megapixel মানে ভালো।
আসুন একটা অংক করি।
1.3 Megapixel =(1280x960) pixel =12,28,800 pixel
5 Megapixel =(2560x1920) pixel =49,15,200 pixel
প্রথম ক্যামেরার উপর দায়িত্ব ছিল বারো লক্ষ আটাশ হাজার আটশত পিক্সেল দিয়ে একটি ছবি তোলা। এবং প্রথম ক্যামেরা কাজটি ভালো ভাবেই করেছে।
দ্বিতীয় ক্যামেরার উপর দায়িত্ব ছিল উনপঞ্চাশ লক্ষ পনের হাজার দুইশত পিক্সেল দিয়ে একটি ছবি তোলা। কিন্তু দ্বিতীয় ক্যামেরায় এত বিশাল অংকের পিক্সেল ক্যাপচার করার মত পর্যাপ্ত হার্ডওয়্যার না থাকায় কাজটি ভালোভাবে করতে পারেনি।
আমি বলতে চাচ্ছি Megapixel দিয়ে ক্যামেরার মান বিচার করতে পারবেন না। Megapixel অবশ্যই গুরুত্বপূর্ন। কিন্ত Megapixel পেছনে শক্ত খুটি (লেন্স, ইমেজ সেন্সর) গুলো আরো বেশি গুরুত্বপূর্ন।
ক্যামেরার মান বিচার করতে হবে লেন্স, ইমেজ সেন্সর দেখে। লেন্স, ইমেজ সেন্সর পরিক্ষা করার জন্য হার্ডওয়্যার বিশেষজ্ঞ হতে হবেনা।
নিজে ছবি তুলুন এবং ছবি গুলো দেখুন। দেখার মত চোখ থাকলে অবশ্যই ভালো ক্যামেরার একটি মোবাইল ফোন কিনতে পারবেন।
আর একটা কথা, ভালো ক্যামেরার 2 Megapixel এর একটি ছবি আট ইঞ্চি বাই দশ ইঞ্চি পেপারে খুব চমৎকার প্রিন্ট হয়।
আজ এটুকুই, ভালো থাকুন, Best of luck.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

mobile dpi

মোবাইল নেবার আগে একটু কোম্পানি প্রোমোটোর দের কাছ থেকে জেনে নিই

Android device manager কাজ