হালো ! ইদানিং OTG,OTA,NFC নিয়ে একটু বেশী নাড়াচাড়া হচ্ছে । বিশেষত বেশী OTG সুবিধার হ্যান্ডসেট রিলিজ ও Walton এর ফোনগুলোতে OTA সুবিধা দেওয়ার কারনে ।
বয়ান ছাইরা কাজের কথায় আসি। আজ আপনাদের OTA,OTG ও NFC এর নিজস্ব প্রেম কাহিনী বলবো !!
OTG & OTA সম্পর্কে তো অনেকেই জানেন । তাই অনেকের কাছে অজানা NFC এর কথাও বলবো । OTA & OTG তো দেশে এসে পরলো ।
NFC আসতেও দেরী নাই ।
OTG :
otg মানে on the go । যেহেতু USB ব্যবহার করা হয় এতে তাই একে USB On The Go ও বলা যায় । OTG ফাংশন সম্বলিত ফোন ফোন যদি আপনার থাকে তাহলে আপনার লাইফ পুরাই হ্যাপি !! otg ব্যবহার করে ফোনের সাথে Keyboard, Mouse, Pendrive, Card Reader সহজেই ব্যবহার
করতে পারবেন ।
ফোনের ছোট কীবোর্ড ব্যবহার করতে ভালো লাগে না ?? Nothing to fear. OTG is here !! otg দ্বারা খুব সহজেই ফোনের সাথে কীবোর্ড বা মাউস ব্যাবহর করতে পারবেন । এছাড়াও স্টোরেজ নিয়ে সমস্যা অনেকেরই । কম স্টোরেজের কারনে বড় মুভি রাখতে পারেন না মোবাইল এ । তাই পেনড্রইভ এ মুভি রাখেন,
usb দিয়ে পেনড্রাইভ মোবাইল এ কানেক্ট করেন & এনজয়য় !! তাই মূলত ষ্টোরেজ সমস্যার সমাধান করে OTG । আরেকটা কথা, কিছু Device এ OTG ব্যবহার রে আপনার ফোনকে Power Bank হিসেবে ব্যবহার করতে পারবেন । যেমন Walton Primo HM ।
তাছাড়া গেমপ্যাড ব্যবহার করে গেম ও খেলতে পারবেন otg দিয়ে ! PS4 নাই তো কিচ্ছে ? মোদের ইস্মার্টফুন আছে না 😀 !
OTA:
ota মানে over the air । কারণ এই সুবিধা থাকলে update বাতাসে উড়ে উড়ে আসে তোহ তাই আরকী
😀 সবার মনে একটাই প্রশ্ন ! কীভাবে আমার কিটক্যাট ফোনকে ললিপপ করবো ? ভাউ আপনের প্রশ্ন এই OTA তেই লুকায়া আছে । আপনার ফোনে যদি OTA আপডেট সুবিধা থাকে এবং আপনার ফোনের জন্য ফোন নির্মাতা কম্পানী এন্ড্রয়েড
ভার্শন আপডেট দেয় তাহলে আপনি ঘরে বসেই সে আপডেট পেয়ে যাবেন । কোনো Pc বা ল্যাপটপ এ কানেকক্ট করা লাগবে না । আপডেট ডাইরেক্ট আপনের নোটিফিকেশন প্যানেল এ। এছাড়াও অন্যান্য সফটয়্যার আপডেট, বাগ ফিক্স এগুলাও পাবেন । সোজা কথায় OTA হচ্ছে কনফিগারেশন ম্যাসেজ এর মতো । আপনার কাজ খালি ইনষ্টল দেয়া !! then voylaa আপনার ফোন লুলিপপ হই গেসে 😀
NFC:
nfc মানে Near Field Communication । এর কাজ অনেকটা Bluetooth এর মতো । near field communication বলতে বুজতেই পারছেন এইটার কাজ ডিভাইস এর কাছাকাছি অন্য কোনো ডিভাইস এ যোগাযোগ করা ।
বিদেশে nfc ইউজ করে বাসের টিকেট কিনে, চায়ের দোকানের বিল দেয় e.t.c 🙂
বাংলাদেশের লোকাল ব্র্যান্ডগুলো এই সুবিধা দেয়নি এখনো । Sony এর ডিভাইস গুলাতে আগের থেকেই এই সুবিধা আছে । Samsung এর কিছু ফোন এও আছে । nfc দিয়ে মোবাইলের আশেপাশের কোনো ডিভাইস এর মধ্যে ডাটা আদান প্রদান হয় । এছাড়াও আছে NFC ট্যাগ ব্যাবহরের সুবিধা । তা কেমন সুবিধা ??
ধরেন আপনার ফোন নিয়ে আপনি ঘরে থাকলে ফোন ভাইব্রেট এ রাখা থাকে এবং ডিসপ্লে ব্রাইটনেস কমানো থাকে । কিন্ত বাইরে বের হলে ফোন লাউড মুড এ রাখেন এবং ব্রাইটনেস বেশী থাকে । তো বারবার এইটা ঠিক করাটা গেঞ্চাম না ? no its simple, ঘর থেকে বের হওয়ার আগে NFC tag এ একটা গুতা দেন ফোন দিয়ে !
দেখবেন অটোমেটিকালী আপনার ফোন লাউড এ চলে গেছে ও ব্রাইটনেস বেড়ে গেছে !!
কষ্ট করে পোষ্টটি পরার জন্য ধন্যবাদ 🙂 আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন