marshmallow শেষ ট্রেনিং
লিখিত ;ইকবাল
Android to company ; authority
সময়য় বাংলাদেশ ;৮;৩২সকাল
ব্যাসিক ফিচার;
স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে গুগলের অ্যান্ড্রয়েড বিশ্বজুড়েই জনপ্রিয়। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত অ্যান্ড্রয়েডের নতুন নতুন সংস্করণও বের হচ্ছে। ললিপপ, কিটক্যাট, জেলিবিনের পর এবার আসছে অ্যান্ড্রয়েড ৬.০ সংস্করণের মার্শম্যালো। . ১.গুগল থাকবে সবসময় . বর্তমানের স্মার্টফোনের অ্যান্ড্রয়েড ভার্সনেও আছে গুগলের অবস্থান, তবে তা সীমিত আকারে। প্লে স্টোর বা ফোন সেটিং করার সময় ব্যবহারকারীকে গুগল অ্যাকাউন্ট অ্যাকটিভ করতে হয়। নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ মার্শম্যালোতে গুগল থাকবে সব সময়, যার মানে হচ্ছে ফোনের সবকিছুতেই গুগলের অবস্থান। কোন শব্দ খোঁজা বা অন্যান্য তথ্য যেভাবে গুগল দিয়ে থাকে সেই সুবিধা এখন ছোট্ট ফোনটিতেই পাওয়া যাবে। . ২.গুগল ক্রোম . গুগলের ইন্টারনেট সংযোগ পাথ বা গেটওয়ে ক্রোম থাকবে মার্শম্যালো ভার্সনে। ব্যবহারকারীরা একবারের স্পর্শেই পাবেন ক্রোমর সংযোগ। . ৩.চার্জ থাকবে বেশি . অ্যান্ড্রয়েড মার্শম্যালো ভার্সন ফোন ব্যবহারকারীদের চার্জের বিরক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। নতুন এ ভার্সন ব্যাটারির আয়ু বাড়াবে। ফোন যখন কর্মহীন অবস্থায় থাকবে তখন অভ্যন্তরীণ সব ফ্যাংশনকে স্লিপ মোডে রেখে চার্জ বাঁচাবে। থাকছে ব্যাটারি অপটিমাইজেশন এর সুবিধা! . ৪.ফিঙ্গার প্রিন্ট সংবেদনশীল . এখন অনেক ফোনসেট ফিঙ্গারপ্রিন্ট সংবেদনশীল হলেও অ্যান্ড্রয়েডের মূল ফাংশনে এটি নেই। মার্শম্যালো ভার্সন এ প্রযুক্তিটি যোগ করছে যাতে ফোন থাকবে আরও নিরাপদ ও সহজে ব্যবহার উপযোগী। . ৫.ইউএসবি টাইপ-সি . ব্যাটারির আয়ু বাড়াতে চার্জিং পদ্ধতিরও হালনাগাদ দরকার। ঠিক এজন্যই মার্শম্যালোর নতুন সংস্করণে থাকছে ইউএসবি টাইপ-সি। টাইপ-সি পোর্ট দ্রুত চার্জ ও ফাইল ট্রান্সফার উপযোগী। . ৬.অ্যাপস পারমিশন . বর্তমানে স্মার্ট ফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রতিনিয়ত ‘আপডেট’ বার্তা আসে এবং স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে থাকে। কিন্তু অ্যান্ড্রয়েড -৬ এর ক্ষেত্রে যেকোনও আপডেট ব্যবহারকারীর অনুমতি সাপেক্ষেই হবে। ব্যবহারকারী ইচ্ছা করলে নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের আপডেট করতেও পারেন আবার নাও পারেন। . ৭.অ্যান্ড্রয়েড পে . ‘অ্যাপল পে’ ও ‘সামস্যাং পে’ -এর অনুরূপে আসছে অ্যান্ড্রয়েড পে যার মাধ্যমে ব্যবহারকারীরা অর্থের লেনদেন করতে পারবেন। তবে এ সুযোগ অ্যান্ড্রয়েড ৪.৪ সংস্করণ থেকে পরবর্তী সব সংস্করণেরই আছে। . ৮.নতুন বুট অ্যানিমেশন . ৪টি রংয়ের খেলায় নতুন বুট অ্যানিমেশন ফোন ব্যবহারকারীদের নজর কাড়বে। . ৯.ডিরেক্ট শেয়ার . স্মার্টফোন ব্যবহারকারীরা তথ্য বা ছবি আদান প্রদানের ক্ষেত্রে বিভিন্ন তৃতীয় পক্ষের সাহায্য নিয়ে থাকে কিন্তু অ্যান্ড্রয়েড ৬.০ ভার্সনে থাকছে ‘ডিরেক্ট শেয়ার’ অপশন যার মাধ্যমে একটি স্পর্শের মাধ্যমেই ছবি বা অন্যান্য ফাইল পাঠানো যাবে অন্য মোবাইলে। . ১০. টগল সাজাবে ব্যবহারকারীরা . স্মার্টফোনের অভ্যন্তরীণ বিভিন্ন অপশনের ক্রমিক (টগল্) এবার ব্যবহারকারীরাই ইচ্ছামত সাজাতে পারবে। ‘কাস্টোমাইজেবল টগল’ সুবিধা আনছে অ্যান্ড্রয়েড ৬.০ সংস্করণ। . ১১. গুগলের নিজস্ব মেমরি ম্যানেজার . স্মার্টফোন ব্যবহারকারীরা ইন্টার্নাল মেমরী (RAM) ম্যানেজ করতে থার্ড পার্টির সাহায্য নিয়ে থাকেন ৷ কিন্তু অ্যান্ড্রয়েড ৬.০ সংস্করণে থাকছে নিজস্ব মেমরী ম্যানেজিং সিস্টেম যেটি সেটিংস থেকেই সরাসরি ম্যানেজ করা যাবে! . . ★
মজার ফিচার ;
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার
করেন অনেক ব্যবহারকারী।
আর সম্প্রতি অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ
অ্যান্ড্রয়েড ৬.0 মার্শম্যালো’তে রয়েছে
বেশকিছু নতুন বৈশিষ্ট্য।
ব্যবহারকারিরা নতুন
সংস্করণের লুকানো অনেক ফিচার হয়তো
জানেন না। অ্যান্ড্রয়েড অপারেটিং
সিস্টেম ব্যবহার করেন অনেক ব্যবহারকারী।
আর সম্প্রতি অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ
অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো’তে রয়েছে
বেশকিছু নতুন বৈশিষ্ট্য।
ব্যবহারকারিরা নতুন সংস্করণের লুকানো
অনেক ফিচার হয়তো জানান না।
ম্যাশেবল এমনই ১১টি লুকানো ফিচারের
ব্যবহার দেখিয়েছেন যেগুলো আপনার
স্মার্টফোন ব্যবহারকে অনেক সহজ করে
দিবে। ট্যাপ করেই ‘গুগল নাউ’ অ্যান্ড্রয়েড
মার্শম্যালো’র বেশকিছু ফিচার দৃশ্যমান না।
এখানে যেকোনো অ্যাপ ব্যবহারের সময়
সিঙ্গেল ট্যাবে গুগল সার্চ ব্যবহার করার
অপশন রয়েছে।
উদাহরণ হিসাবে বলা যায়,
মেইল চেক করার সময় ‘হোম’ বাটনটি প্রেস
করে হোল্ড করে গুগল সার্চ বার আনা যায়।
হোম স্ক্রিনে সবসময় OK Google অ্যান্ড্রয়েড
মার্শম্যালো’তে হোম স্ক্রিনেই থাকবে
সার্চের অপশন।
অর্থাৎ ‘ওকে গুগল’ বললেই সার্চ অপশন চালু
হবে। যেমনঃ ‘ওকে গুগল’ কে ফেসবুক অ্যাপস
চালু করা, গান শোনা, ভিডিও দেখা সহ
যে কোন নির্দেশনা দিলেই তা শুরু হয়ে
যাবে।
ফাইল এক্সপ্লোরার ফাইল এক্সপ্লোরার
নামে একটি বিল্ট ইন অ্যাপস রয়েছে এই
অপারেটিং সিস্টেমে। এখান থেকে যে
কোন বেসিক কাজ যেমনঃ কপি, মুভ, পেস্ট
করা সম্ভব।
এই ফাইল এক্সপ্লোরারে রয়েছে সার্চ
বাটন।
যা দিয়ে ফোন বা মেমোরি কার্ডের যে
কোন ছবি, গান, ফাইল খোঁজা যায়। লক
স্ক্রিন মেসেজ এই অপারেটিং সিস্টেমে
ফোনের ডিসপ্লে লক থাকলেও দেখা
যাবে নোটিফিকেশন।
কুইক সেটিংস এবং স্ট্যাটাস বার দ্রুত
ফোনের সেটিংস পরিবর্তন করার জন্য কুইক
সেটিংস এবং স্ট্যাটাস বার অপশন রয়েছে।
স্ট্যাটাসবারের যে কোন তথ্য লুকিয়ে
রাখারও সুযোগ রয়েছে এই অপারেটিং
সিস্টেমে। স্ট্যাটাস বারেই ব্যাটারি
পারসেন্টিজ আঙ্গুল দিয়ে স্ট্যাটাস বার
সোয়াইপ করে দেখা যাবে ব্যাটারি কতটুকু
আছে। সোয়াইপ করলেই কুইক সেটিংস এর
ব্যাটারি পারসেন্টিজ অপশন চলে আসে।
স্মার্ট ভলিউম কন্ট্রোল ভলিউম কন্ট্রোল
করার জন্য ভলিউম বাটন প্রেস করলে কথা
বলার ভলিউম সহ মিউজিক ও অ্যালার্মের
ভলিউম ও নিয়ন্ত্রন করার ব্যবস্থা রয়েছে এই
সিস্টেমে। সাউন্ডের স্ট্যাটাস বার আসার
পরে ডাউন এরো টাচ করলে অন্যান্য ভলিউম
কন্ট্রোলের অপশনগুলোও প্রদর্শন করবে।
অ্যানড্রয়েডের ললিপপ ভার্সনে ভলিউম
কন্ট্রোলার নিয়ে অভিযোগ ছিল।
ম্যানেজ অ্যাপ পারমিশন অ্যানড্রয়েডে
এমন অনেক অ্যাপস রয়েছে যেগুলো
চালানোর জন্য ফোনের লোকেশন,
ক্যামেরা, মাইক্রোফোন ইত্যাদির প্রয়োজন
হয়। ‘ম্যানেজ অ্যাপ পারমিশন’ অপশন দিয়ে
কোন অ্যাপস এই অপশনগুলো পরিচালনা করতে
পারবেন আর কোন অ্যাপসে আপনি অনুমতি
প্রদান করবেন না, তা নির্ধারণের ব্যবস্থা
রয়েছে।
এই সেটিংস সেট করার জন্য ফোনের
‘সেটিংস’ বাটন থেকে ‘অ্যাপস’ এ গিয়ে
‘অ্যাপ নেম’ এ ঢুকে ‘পারমিশন’ অপশন থেকে
সেট করতে হবে। লক স্ক্রিন থেকে ভয়েস
সার্চ মার্শম্যালো’তে রয়েছে লক স্ক্রিনে
গুগল সার্চের সুবিধা। লক স্ক্রিনে সোয়াপ
করলে মাইক্রোফোন আইকন প্রদর্শন করবে।
এবং এই আইকন থেকে গুগল সার্চ ব্যবহার করা
যাবে। ব্যাটারি সেভার অন ‘ব্যাটারি
সেভার’ অন করলে যেসব অ্যাপসে ব্যাটারি
বেশি ব্যবহৃত
হয় সেসব অ্যাপসের পারফরমেন্স কমে
ব্যাটারি লাইফ বৃদ্ধি পাবে।
লুকানো গেম ‘ফ্ল্যাপি বার্ড’ অ্যান্ড্রয়েড
৫.০ ললিপপের মতো এখানেও লুকানো
ফ্ল্যাপি বার্ড ক্লোন রয়েছে।
এটি খেলার জন্য সেটিংস থেকে
অ্যাবাউট ফোন অপশনে গিয়ে অ্যান্ড্রয়েড
ভার্সন নাম্বার ট্যাপ করতে হবে। ‘এম’ আইকন
না আসা পর্যন্ত ট্যাপ করে রাখতে হবে। এখন
মার্শম্যালো’তে লং প্রেস করলেই গেমটি
চলে আসবে।
০১৮২৭৬৩১৪২৯
google authority
iqbalbdctg.wapka.mobi
আমাকে মেইল করুন
iqbalhossenbdctg@gmail.com
অ্যান্ড্রয়েডের নতুন নতুন আপডেট জানতে আমার সাথে থাকুন
Android to company ; authority
সময়য় বাংলাদেশ ;৮;৩২সকাল
ব্যাসিক ফিচার;
স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে গুগলের অ্যান্ড্রয়েড বিশ্বজুড়েই জনপ্রিয়। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত অ্যান্ড্রয়েডের নতুন নতুন সংস্করণও বের হচ্ছে। ললিপপ, কিটক্যাট, জেলিবিনের পর এবার আসছে অ্যান্ড্রয়েড ৬.০ সংস্করণের মার্শম্যালো। . ১.গুগল থাকবে সবসময় . বর্তমানের স্মার্টফোনের অ্যান্ড্রয়েড ভার্সনেও আছে গুগলের অবস্থান, তবে তা সীমিত আকারে। প্লে স্টোর বা ফোন সেটিং করার সময় ব্যবহারকারীকে গুগল অ্যাকাউন্ট অ্যাকটিভ করতে হয়। নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ মার্শম্যালোতে গুগল থাকবে সব সময়, যার মানে হচ্ছে ফোনের সবকিছুতেই গুগলের অবস্থান। কোন শব্দ খোঁজা বা অন্যান্য তথ্য যেভাবে গুগল দিয়ে থাকে সেই সুবিধা এখন ছোট্ট ফোনটিতেই পাওয়া যাবে। . ২.গুগল ক্রোম . গুগলের ইন্টারনেট সংযোগ পাথ বা গেটওয়ে ক্রোম থাকবে মার্শম্যালো ভার্সনে। ব্যবহারকারীরা একবারের স্পর্শেই পাবেন ক্রোমর সংযোগ। . ৩.চার্জ থাকবে বেশি . অ্যান্ড্রয়েড মার্শম্যালো ভার্সন ফোন ব্যবহারকারীদের চার্জের বিরক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। নতুন এ ভার্সন ব্যাটারির আয়ু বাড়াবে। ফোন যখন কর্মহীন অবস্থায় থাকবে তখন অভ্যন্তরীণ সব ফ্যাংশনকে স্লিপ মোডে রেখে চার্জ বাঁচাবে। থাকছে ব্যাটারি অপটিমাইজেশন এর সুবিধা! . ৪.ফিঙ্গার প্রিন্ট সংবেদনশীল . এখন অনেক ফোনসেট ফিঙ্গারপ্রিন্ট সংবেদনশীল হলেও অ্যান্ড্রয়েডের মূল ফাংশনে এটি নেই। মার্শম্যালো ভার্সন এ প্রযুক্তিটি যোগ করছে যাতে ফোন থাকবে আরও নিরাপদ ও সহজে ব্যবহার উপযোগী। . ৫.ইউএসবি টাইপ-সি . ব্যাটারির আয়ু বাড়াতে চার্জিং পদ্ধতিরও হালনাগাদ দরকার। ঠিক এজন্যই মার্শম্যালোর নতুন সংস্করণে থাকছে ইউএসবি টাইপ-সি। টাইপ-সি পোর্ট দ্রুত চার্জ ও ফাইল ট্রান্সফার উপযোগী। . ৬.অ্যাপস পারমিশন . বর্তমানে স্মার্ট ফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রতিনিয়ত ‘আপডেট’ বার্তা আসে এবং স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে থাকে। কিন্তু অ্যান্ড্রয়েড -৬ এর ক্ষেত্রে যেকোনও আপডেট ব্যবহারকারীর অনুমতি সাপেক্ষেই হবে। ব্যবহারকারী ইচ্ছা করলে নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের আপডেট করতেও পারেন আবার নাও পারেন। . ৭.অ্যান্ড্রয়েড পে . ‘অ্যাপল পে’ ও ‘সামস্যাং পে’ -এর অনুরূপে আসছে অ্যান্ড্রয়েড পে যার মাধ্যমে ব্যবহারকারীরা অর্থের লেনদেন করতে পারবেন। তবে এ সুযোগ অ্যান্ড্রয়েড ৪.৪ সংস্করণ থেকে পরবর্তী সব সংস্করণেরই আছে। . ৮.নতুন বুট অ্যানিমেশন . ৪টি রংয়ের খেলায় নতুন বুট অ্যানিমেশন ফোন ব্যবহারকারীদের নজর কাড়বে। . ৯.ডিরেক্ট শেয়ার . স্মার্টফোন ব্যবহারকারীরা তথ্য বা ছবি আদান প্রদানের ক্ষেত্রে বিভিন্ন তৃতীয় পক্ষের সাহায্য নিয়ে থাকে কিন্তু অ্যান্ড্রয়েড ৬.০ ভার্সনে থাকছে ‘ডিরেক্ট শেয়ার’ অপশন যার মাধ্যমে একটি স্পর্শের মাধ্যমেই ছবি বা অন্যান্য ফাইল পাঠানো যাবে অন্য মোবাইলে। . ১০. টগল সাজাবে ব্যবহারকারীরা . স্মার্টফোনের অভ্যন্তরীণ বিভিন্ন অপশনের ক্রমিক (টগল্) এবার ব্যবহারকারীরাই ইচ্ছামত সাজাতে পারবে। ‘কাস্টোমাইজেবল টগল’ সুবিধা আনছে অ্যান্ড্রয়েড ৬.০ সংস্করণ। . ১১. গুগলের নিজস্ব মেমরি ম্যানেজার . স্মার্টফোন ব্যবহারকারীরা ইন্টার্নাল মেমরী (RAM) ম্যানেজ করতে থার্ড পার্টির সাহায্য নিয়ে থাকেন ৷ কিন্তু অ্যান্ড্রয়েড ৬.০ সংস্করণে থাকছে নিজস্ব মেমরী ম্যানেজিং সিস্টেম যেটি সেটিংস থেকেই সরাসরি ম্যানেজ করা যাবে! . . ★
মজার ফিচার ;
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার
করেন অনেক ব্যবহারকারী।
আর সম্প্রতি অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ
অ্যান্ড্রয়েড ৬.0 মার্শম্যালো’তে রয়েছে
বেশকিছু নতুন বৈশিষ্ট্য।
ব্যবহারকারিরা নতুন
সংস্করণের লুকানো অনেক ফিচার হয়তো
জানেন না। অ্যান্ড্রয়েড অপারেটিং
সিস্টেম ব্যবহার করেন অনেক ব্যবহারকারী।
আর সম্প্রতি অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ
অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো’তে রয়েছে
বেশকিছু নতুন বৈশিষ্ট্য।
ব্যবহারকারিরা নতুন সংস্করণের লুকানো
অনেক ফিচার হয়তো জানান না।
ম্যাশেবল এমনই ১১টি লুকানো ফিচারের
ব্যবহার দেখিয়েছেন যেগুলো আপনার
স্মার্টফোন ব্যবহারকে অনেক সহজ করে
দিবে। ট্যাপ করেই ‘গুগল নাউ’ অ্যান্ড্রয়েড
মার্শম্যালো’র বেশকিছু ফিচার দৃশ্যমান না।
এখানে যেকোনো অ্যাপ ব্যবহারের সময়
সিঙ্গেল ট্যাবে গুগল সার্চ ব্যবহার করার
অপশন রয়েছে।
উদাহরণ হিসাবে বলা যায়,
মেইল চেক করার সময় ‘হোম’ বাটনটি প্রেস
করে হোল্ড করে গুগল সার্চ বার আনা যায়।
হোম স্ক্রিনে সবসময় OK Google অ্যান্ড্রয়েড
মার্শম্যালো’তে হোম স্ক্রিনেই থাকবে
সার্চের অপশন।
অর্থাৎ ‘ওকে গুগল’ বললেই সার্চ অপশন চালু
হবে। যেমনঃ ‘ওকে গুগল’ কে ফেসবুক অ্যাপস
চালু করা, গান শোনা, ভিডিও দেখা সহ
যে কোন নির্দেশনা দিলেই তা শুরু হয়ে
যাবে।
ফাইল এক্সপ্লোরার ফাইল এক্সপ্লোরার
নামে একটি বিল্ট ইন অ্যাপস রয়েছে এই
অপারেটিং সিস্টেমে। এখান থেকে যে
কোন বেসিক কাজ যেমনঃ কপি, মুভ, পেস্ট
করা সম্ভব।
এই ফাইল এক্সপ্লোরারে রয়েছে সার্চ
বাটন।
যা দিয়ে ফোন বা মেমোরি কার্ডের যে
কোন ছবি, গান, ফাইল খোঁজা যায়। লক
স্ক্রিন মেসেজ এই অপারেটিং সিস্টেমে
ফোনের ডিসপ্লে লক থাকলেও দেখা
যাবে নোটিফিকেশন।
কুইক সেটিংস এবং স্ট্যাটাস বার দ্রুত
ফোনের সেটিংস পরিবর্তন করার জন্য কুইক
সেটিংস এবং স্ট্যাটাস বার অপশন রয়েছে।
স্ট্যাটাসবারের যে কোন তথ্য লুকিয়ে
রাখারও সুযোগ রয়েছে এই অপারেটিং
সিস্টেমে। স্ট্যাটাস বারেই ব্যাটারি
পারসেন্টিজ আঙ্গুল দিয়ে স্ট্যাটাস বার
সোয়াইপ করে দেখা যাবে ব্যাটারি কতটুকু
আছে। সোয়াইপ করলেই কুইক সেটিংস এর
ব্যাটারি পারসেন্টিজ অপশন চলে আসে।
স্মার্ট ভলিউম কন্ট্রোল ভলিউম কন্ট্রোল
করার জন্য ভলিউম বাটন প্রেস করলে কথা
বলার ভলিউম সহ মিউজিক ও অ্যালার্মের
ভলিউম ও নিয়ন্ত্রন করার ব্যবস্থা রয়েছে এই
সিস্টেমে। সাউন্ডের স্ট্যাটাস বার আসার
পরে ডাউন এরো টাচ করলে অন্যান্য ভলিউম
কন্ট্রোলের অপশনগুলোও প্রদর্শন করবে।
অ্যানড্রয়েডের ললিপপ ভার্সনে ভলিউম
কন্ট্রোলার নিয়ে অভিযোগ ছিল।
ম্যানেজ অ্যাপ পারমিশন অ্যানড্রয়েডে
এমন অনেক অ্যাপস রয়েছে যেগুলো
চালানোর জন্য ফোনের লোকেশন,
ক্যামেরা, মাইক্রোফোন ইত্যাদির প্রয়োজন
হয়। ‘ম্যানেজ অ্যাপ পারমিশন’ অপশন দিয়ে
কোন অ্যাপস এই অপশনগুলো পরিচালনা করতে
পারবেন আর কোন অ্যাপসে আপনি অনুমতি
প্রদান করবেন না, তা নির্ধারণের ব্যবস্থা
রয়েছে।
এই সেটিংস সেট করার জন্য ফোনের
‘সেটিংস’ বাটন থেকে ‘অ্যাপস’ এ গিয়ে
‘অ্যাপ নেম’ এ ঢুকে ‘পারমিশন’ অপশন থেকে
সেট করতে হবে। লক স্ক্রিন থেকে ভয়েস
সার্চ মার্শম্যালো’তে রয়েছে লক স্ক্রিনে
গুগল সার্চের সুবিধা। লক স্ক্রিনে সোয়াপ
করলে মাইক্রোফোন আইকন প্রদর্শন করবে।
এবং এই আইকন থেকে গুগল সার্চ ব্যবহার করা
যাবে। ব্যাটারি সেভার অন ‘ব্যাটারি
সেভার’ অন করলে যেসব অ্যাপসে ব্যাটারি
বেশি ব্যবহৃত
হয় সেসব অ্যাপসের পারফরমেন্স কমে
ব্যাটারি লাইফ বৃদ্ধি পাবে।
লুকানো গেম ‘ফ্ল্যাপি বার্ড’ অ্যান্ড্রয়েড
৫.০ ললিপপের মতো এখানেও লুকানো
ফ্ল্যাপি বার্ড ক্লোন রয়েছে।
এটি খেলার জন্য সেটিংস থেকে
অ্যাবাউট ফোন অপশনে গিয়ে অ্যান্ড্রয়েড
ভার্সন নাম্বার ট্যাপ করতে হবে। ‘এম’ আইকন
না আসা পর্যন্ত ট্যাপ করে রাখতে হবে। এখন
মার্শম্যালো’তে লং প্রেস করলেই গেমটি
চলে আসবে।
০১৮২৭৬৩১৪২৯
google authority
iqbalbdctg.wapka.mobi
আমাকে মেইল করুন
iqbalhossenbdctg@gmail.com
অ্যান্ড্রয়েডের নতুন নতুন আপডেট জানতে আমার সাথে থাকুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন