calculated ppi

বন্ধুরা   পিক্সেল।  নিয়ে তো জানলেন চলুন এবার আলোচনা করি পিপিআই মানে পিক্সেলস পার ইঞ্চি কি সে বিষয়ে। এবং চলুন সাথে জেনে নেওয়া যাক পিক্সেলস পার ইঞ্চি মাপা হয় কীভাবে তার সম্পর্কে। মনে করুন আপনার ফোনের স্ক্রীনের রেজুলেসন হলো ফুল এইচডি অর্থাৎ ১০৮০পি। ফুল এইচডি বা ১০৮০পি মানে হচ্ছে ১৯২০x১০৮০ পিক্সেলস। অর্থাৎ আপনার ফোনের স্ক্রীনে লম্বালম্বি ভাবে রয়েছে ১৯২০ পিক্সেলস এবং সমতল ভাবে রয়েছে ১০৮০ পিক্সেলস। এখন সব পিক্সেলস গুলোকে এক সাথে গুনলে পাওয়া যাবে ১৯২০x১০৮০= ২ মিলিয়ন পিক্সেলস প্রায়।
এখন চলুন দেখি পিক্সেলস ডেনসিটি নিয়ে। এখন মনে করুন আপনার ফোনের স্ক্রীন সাইজ ৫.৫ ইঞ্চি। আপনি নিশ্চয় জানেন যে ইঞ্চি সবসময় কোনাকোনি ভাবে মাপা হয়ে থাকে। তাহলে আপনার ফোনের স্ক্রীন উপরের ডান কোনা থেকে নিচের বাম কোনা পর্যন্ত অথবা উপরের বাম কোনা থেকে নিচের ডান কোনা পর্যন্ত ৫.৫ ইঞ্চি হবে।
এখন আপনার স্ক্রীনের কোনাকোনি বরাবর একটি রেখা কল্পনা করুন। তাহলে তৈরি হবে দুটি ত্রিভুজ। এখন আপনি স্কুলে তো নিশ্চয় প্যাথাগরাস সূত্র পড়েছেন যে কোন ত্রিভুজের যদি দুইটি দিকের পরিমাপ আপনার জানা থাকে তবে আরেকটি দিকের পরিমাপ সহজেই বেড় করা সম্ভব। এখন যদি অঙ্ক করা হয় (১০৮০x১০৮০)+(১৯২০x১৯২০) স্কয়ার রুট তবে ফলাফল হবে ২২০২.৯০৭। এখন এই ফলাফলকে যদি ভাগ করা হয় ৫.৫ দিয়ে তবে ফলাফল আসবে ৪০০.৫২। এবং এটিই হলো আপনার ফোনের স্ক্রীনের পিক্সেলস পার ইঞ্চি।
তো এটা আমরা সবসময়ই শুনে থাকি যে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি স্ক্রীনে ৪০১ পিক্সেলস পার ইঞ্চি বা পিপিআই থাকে। আপনার ফোনে ৩৫০ থেকে ৪০০ এর উপর যদি পিপিআই থাকে তবে তা অনেক ভালো।iqbalhossenbdctg@gmail.com

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

mobile dpi

মোবাইল নেবার আগে একটু কোম্পানি প্রোমোটোর দের কাছ থেকে জেনে নিই

Android device manager কাজ