ফিচার নোগাট

♣♣♣♣Feature Of Android Nougat♦


রিলিজ হলো এ্যন্ড্রয়েড নোগাট। কি আছে নতুন এই এ্যন্ড্রয়েড ভার্সনে? চলুন একটু জেনে নেয়া যাক।

বিশ্বব্যাপি মার্শম্যালো পুরোপুরি ভাবে বিস্তার করার আগেই গুগল রিলিজ করলো তাদের নতুন এ্যন্ড্রয়েড অপারেটিং সিস্টেম Android Nougat. কেমন হলো গুগলের নতুন এই ও.এস? মার্শম্যালো থেকে কত টুকু-ই বা আপডেটেড Android Nougat ? চলুন একটু জেনে নেই।
Jit Complier নামে নতুন এই ফিচারটি আপনার ডিভাইসের রান টাইম বাড়াতে সাহায্য করবে। বিভিন্ন এ্যপসের জন্য ডিভাইস স্টোরেজ কমিয়ে দেবে এবং সিস্টেম আপডেট এবং সকল প্রকার এ্যপস আপডেট করবে যে কোন সময়ের চেয়ে দ্রুত।

Android Nougat এ VR MODE সরাসরি যুক্ত থাকায় কোন 3 Party এ্যপস লাগবেনা।

Daydream and Daydream-ready phones এর সাথে খুব শিঘ্রই এই সুবিধা Android Nougat ইউজাররা পাবেন।

Vulkan API মত হাই-এন্ড গেইমস গুলো স্মুদলি খেলা যাবে।

ব্যাটারি পারফরমেন্স বারানোর জন্য রয়েছে Dozier, যা আগে Doze নামে পরিচিত ছিলো।

এই অপশন চালু করলে আপনার ডিভাইস যখন আইডল থাকবে তখন সবচাইতে কম ব্যাটারি ইউজ হবে। ধরুন আপনি হাটছেন অথবা মোবাইল দিয়ে কোন কাজ করছেনা। এই সময়ে Dozier অপশন চালু থাকলে আপনার ডিভাইসটি আপনার জন্য সর্বচ্চ পরিমানে ব্যাটারি Preserve করে রাখবে।

আহ কি না মজার

ডাটা সেভার মোড অন করলে আপনি যেই এ্যপস ব্যবহার করছেন সেই এ্যপস ব্যতিত অন্য কোন এ্যপস ব্যাকগ্রাউন্ড থেকে ডাটা ইউজ করতে পারবেনা।

এই টা তো আমাদের মত যারা সারাদিন নেট এ থাকে মজার ফিচার

Split Screen Mode এ থাকা অবস্থায় এক সাথে ২টা এ্যপস মাল্টিটাস্কিং করতে পারবেন।

ম্যাসেজিং এবং ভিডিও দেখা উভয় কাজ-ই করতে পারবেন এই সুবিধা থাকার ফলে। শুধু তাই নয়, এ্যন্ড্রয়েড স্মার্ট টিভিতে ব্রাউজিং করার পাশাপাশি ভিডিও দেখতে পারবেন।

কম্পিউটারে যেমন ব্রাউজ বা বিভিন্ন ফাংশন ট্যাবের মাধ্যমে সুইচ করা যায়, Android Nougat এ ঠিক সেইম ফিচার রাখা হয়েছে। ওভার ভিউ বাটনে ডাবল ট্যাপ করলে আপনার রিসেন্ট ২টা এ্যপস সুইচিং করতে পারবেন।

এই প্রথম এ্যন্ড্রয়েডের কোন Version এ Bundle Notification এর সিস্টেম চালু করা হয়েছে।

প্রতিটা এ্যপসের নোটিফিকেশন আলাদা রাখা হয়েছে। সিম্পল ট্যাপের মাধ্যমে ঐ এ্যপসের সকল নোটিফিকেশন দেখতে পাবেন।
এখন থেকে যে কোন ম্যাসেজের ডিরেক্ট রিপ্লাই দিতে পারবেন ঐ ম্যাসেজের নোটিফিকেশন থেকেই
স্যামসাং এর Good Lock Apps এর কথা কি আপনারা জানেন?
স্যামসাং এর এ্যডভান্সড (ইউ.আই) থেকে নোটিফিকেশন গুলো কন্ট্রোল করা যায়। যেমন যে কোন নোটিফিকেশন যদি আপনি ইগনোর করতে চান তো করতে পারবেন। আবার সেই নোটিফিকেশন-টি কতক্ষন পর দেখতে চান চান সেটাও আপনি সেটিং করে নিতে পারবেন। ঠিক সেইম সুবিধা পাচ্ছেন আপনারা নতুন এই Android Version এ। নোটিফিকেশন আসলে সেটাতে ট্যাপ এবং হোল্ড করলেই এই নতুন একটা মেনু চলে আসবে। যা আপনারা দেখলেই বুঝতে পারবেন।

Quick Setting গুলো এখন আপনার মনের মত করে সাজাতে পারবেন খুবই দ্রুত সময়ে। এছাড়া সেটিংস এর নেভিগেশন গুলো আরো স্মুদ আর ফাষ্টার করা হয়েছে।

এছাড়া সেটিংস মেনু কিভাবে আরো উন্নত করা যায় এগুলোও আপনাকে সাজেষ্ট করবে।
Instantly Clear Over View এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডের এ্যপস গুলো Instantly remove করতে পারবেন।

Emergency Information এর মাধ্যমে আপনি আপনার সকল তথ্য গুলো জমা রাখতে পারবেন। বিশেষ করে রক্তের গ্রুপ, শারীরিক কোন সমস্যা, এ্যপয়েনমেন্ট, জরুরী কন্ট্যাক ইত্যাদি। Just Make a simple Tap করলেই আপনার সকল তথ্যগুলো একসাথে দেখতে পাবেন।

লকস্ক্রিন এবং হোমস্ক্রিনে Different Types of Wall Paper দেয়ার সুবিধা থাকছে।
একঝাক EMOJI’র ব্যবস্থা রাখা হয়েছে। শত শত নতুন EMOJI’র ব্যবহার ম্যাসেজিং ব্যবস্থাকে করেছে আরো উন্নত।
Direct Boot সিস্টেম এর মাধ্যমে আপনার ডিভাইসটি দ্রুততার সাথে রি-ষ্টার্ট হবে।
নতুন এই অপারেটিং সিস্টেমে যে কোন প্রকার ও.এস আপডেট ব্যাকগ্রাউন্ডেই হবে। যার ফলে আপনি না চাওয়া পর্যন্ত নোটিফিকেশন আসবেনা স্ক্রিনে।

নতুন এই অপারেটিং সিষ্টেমেরে সিকিউরিটি ব্যবস্থা রাখা হয়েছে আগের ভার্সন থেকে অনেক সিকিউর। ”ট্রাস্টেড ফেস নামে” নতুন সিকিউরিটি ব্যবস্থা আপনার ডিভাইসকে দেবে বাড়তি নিরাপত্তা।

সিস্টেম ব্যাকাপ রাখা থেকে শুরু করে ওয়াই-ফাই, হটস্পট সবকিছুই অনেক সহজ এবং সাবলীল।

প্রায় ১০০টি ভাষা সাপোর্ট করবে Android Nougat এ। শুধু তাই নয়, এদের মধ্যে কম ২৫ টি ভাষা যেমন: ইংরেজী, স্প্যানিশ, ল্যাটিন এ্যরাবিক এই কমন ভাষা গুলো Language and setting এ গেলে Preference হিসেবে কমন ভাষা গুলো উপরের দিকে পাবেন।
Accessibility ফাংশনে বেশ কিছু নতুন ফিচার এ্যড করা হয়েছে। Magnification Sensor, Font size, Display Scaling প্রভৃতি ফিচার এ্যড করা হয়েছে।

ডিভাইসের ডিসপ্লে’র ফন্ট, আইকন সব কিছুই আপনি নিজে নিয়ন্ত্রন করতে পারবেন।
Text To Speech ফাংশনের স্পিড অনেক দ্রুততর করা হয়েছে। কাজেই প্রিভারেবল যে কোন ল্যাঙ্গুয়েজে Text To Speech Speed পাবেন অনেক দ্রততর।

Android Nougat এ গুগল ৩৫টি নতুন ফিচার এ্যড করেছে যা আগের মার্শম্যালো ভার্সনে ছিলনা।

বাই নাই মার্শম্যালো

গুগল অবলম্বনে উপরের পোষ্ট-টি লেখা হয়েছে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

mobile dpi

মোবাইল নেবার আগে একটু কোম্পানি প্রোমোটোর দের কাছ থেকে জেনে নিই

Android device manager কাজ