what is Android

বর্তমান যুগের সবচেয়ে পরিচিত নাম হল এন্ড্রয়েড।

আমরা সবাই এটা ইউস করি। তবে এটি সম্পর্কে খুব কম লোকই বিস্তারিত জানে ।

Android phones, Android tablets,
Android smartwatches, Android cars, Android TV. সবগুলার মধ্যেই Android বাবা বইসা আছে। তো জেনে নেই Android বলতে কি বোঝায়।

এন্ড্রয়েড এর সংজ্ঞা :

এন্ড্রয়েড, যার
মানে একটি অপারেটিং সিস্টেম, যা
আপনার এবং গেজেট এর মধ্যে একটি অনুবাদক
হিসেবে কাজ করতে।
আপনার গ্যাজেট. দিয়ে
আপনি যখন একটি ছবি তুলতে যাবেন, তখন
এন্ড্রয়েড আপনাকে দেখাবে কিভাবে ছবি তুলবেন। আবার, যখন আপনার কাছে একটি কল আসবে তখন , অ্যান্ড্রয়েড
আপনাকে বলবে যে কল এসেছে আবং কিভাবে তা রিসিভ করতে হবে বা কেটে দিতে হবে।
আপনি একটি গেম খেলতেছেন,
এন্ড্রয়েড তা দেখাবে কিভাবে খেলছেন।
এটি উইন্ডোজ এর মত কিন্তু
মোবাইল ডিভাইসের জন্য.

এন্ড্রয়েড কোথা থেকে আসে? :

কোথায় আবার?
 Google থেকে।
Google সবাইকে এন্ড্রয়েড দেয় যারা সেটা ব্যবহার করতে চায় যেমন : Samsung, HTC,
আরো অনেক company.তারা এন্ড্রয়েড নিয়ে নিজের মত কাস্টমাইজ করে বাজারে ছাড়ে। এন্ড্রয়েড টা আসলে Linux kernel এর উপর বেজ করা। pc os নিয়ে ধারণা থাকলে বুঝতে পারবেন।

এন্ড্রয়েড এর প্রতিদ্বন্দ্বী :

সবচেয়ে বড় Apple এর iOS। এটা সবাই জানে iphone , এরপর ; Windows Phone যা শুধু Nokia phone এর ক্ষেত্রে, এবং শেষমেশ BlackBerry OS, যা শুধু BlackBerry devices এ চলে।
এছাড়া আরো কিছু operating systems আছে, যেমন Samsung’s
proprietary Tizen ( সম্পুণ বের হয় নি) , Firefox OS । কিন্তু এখন Android
আর iOS ই বেশি ব্যবহার করা হয়। মতভেদ আছে। যে যেটা ব্যবহার করে সেটাকেই প্রাধান্য দেয়।

এন্ড্রয়েড কি দেয় যা অন্যরা দেয় না? :

মনে করুন আপনি iphone নেবেন। আপনার একমাত্র চয়েস Apple. কিন্তু এন্ড্রয়েড এর ক্ষেত্রে অনেক চয়েস। স্যামসাং, সনি থেকে শুরু করে সকল চাইনিজ। যত টাকা দিয়ে আইফোন কিনবেন সেই টাকা দিয়ে ভালো একটা এন্ড্রয়েড এর দাম হয়েও কিছু থাকবে। তবে কোনোটার মজা ই অন্য টাতে পাওয়া যায় না।

খালি তো আইস্ক্রিম, কিটক্যাট। বাংগালি খাবার এর নাম হইবো না? :

অ্যান্ড্রয়েড এর নাম করা হইসে ইংরেজি বর্ণমালা থেকে। এটার কাহিনী জানতে
এখানে ভিসিট করুন iiqbalbdctg.wapka.mobi

এন্ড্রয়েড এর সবচেয়ে বড় সুবিধা :

1,এক নম্বরেই বলা যায় কাস্টমাইজেশন।
2,রুট করা ।
3,এর app develop করা খুব কঠিন নয়।
4,application এর বিশাল ভান্ডার।

এই সুবিধা গুলো অন্য অপারেটিং সিস্টেম এ নেই (প্রায়)। আইফোন এ যেটা থাকে তাকে বলে jailbreak. উইন্ডোজ এর কথা জানি না।

এন্ড্রয়েড এর সবচেয়ে বড় অসুবিধা :

অসুবিধা হইলো আপডেট পাওয়া। কোম্পানী তো আপনের কাসে বেইচ্চা দিসে। আর কোনো চিন্তা নাই। আর আপডেট পেলেও পরের আপডেট এসে পড়ে । সব কোম্পানী এর কথা কিন্তু এক না। এ জন্য ডেভেলোপার রা কাস্টম রম পোর্ট করে আগে থেকে মজা নেয়।
সবচেয়ে ভালো এন্ড্রয়েড ফোন :
নতুন নতুন আপডেট ওয়ালা ফোন দিন দিন আসতেসে। ১ থেকে ১০ এর মধ্যে এই ফোন গুলি আনা হয়েছে-
samsung note 4
LG g3
HTC OnE (M8)
Nexus 6
xperia z2
samsung galaxy s5
Oppo find 7
Xperia z3 compact
Motorola moto G
Huawei Ascend

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

mobile dpi

মোবাইল নেবার আগে একটু কোম্পানি প্রোমোটোর দের কাছ থেকে জেনে নিই

Android device manager কাজ